• পহিলহি সরস পয়োধর কুম্ভ
    পহিলহি সরস পয়োধর কুম্ভ। আরতি কত ন করএ পরিরম্ভ।। অধর সুধারস দরসএ লোভ। রাঙ্কক হাথ রতন নহি সোভ।। সজনি কি কহব কহইত লাজ। কাহ্নুক আইতি পলথহু আজ।। নীবি সসরি কতএ দহু গেলি। অপনাহু আঙ্গ অনাইতি ভেলি।। করতলে তলে ধরিঅ কুচ গোএ পললে তলিত ঝাপি নহি হোএ।। ভনই বিদ্যাপতি ন কর সন্দেহ। মধুতহ সুন্দরি মধুর সিনেহ।। keyboard_arrow_right
  • পাএ তক পাছু গেলি লাজ
    পাএ তক পাছু গেলি লাজ। পথ চললেঁ বিসরলহুঁ ন কাজ।। জমুনতীর সঞো সমন্দল মান। কৈসন কএ কী বুঝল অআন।। এ সখি আওর কী বোলব হমে জানি। কপটিহি নিকটও লওলহ আনি।। নিঅমিঅ পেম হেমসম হারি। অঙ্গিরিঅ কামিক দুহু কুল গারি।। পলটি জাইতে ঘর বড় বলহীন। অবে সবে কিছু ভেল তোর অধীন।। বিদ্যাপতি ভন সুন বরনারি। ধৈরজে […] keyboard_arrow_right
  • পিয় বিরহিনি অতি মলিনি
    পিয় বিরহিনি অতি মলিনি বিলাসিনি কোনে পরি জীউতি রে। অবধি ন উপগত মাধব অব বিস পিউতি রে।। আতপচর বিধু রবিকর।। চরন কি পরসহ ভীমারে। দিন দিন অবসন দেহ। সিনেহক সীমারে।। পহর পহর জুগ জামিনী জামিনী জগইতে রে। মূরছি পরএ মহি মাঁঝ সাঁঝ সসী উগইতে রে।। বিদ্যাপতি কহ সবতঁহ জান মনোভব রে। কেও জনু অনুভব জগজন […] keyboard_arrow_right
  • প্রথম সিরিফল গরবে গমওলহ
    প্রথম সিরিফল গরবে গমওলহ জৌঁ গুন-গাহক আবে। গেল জৌবন পুনু পলটি ন আবএ কেবল রহ পছতাবে।। সুন্দরি, বচনে করহ সমধানে। তোহ সনি নারি দিবস দস অছলিহু ঐসন উপজু মোহি ভানে।। জৌবন রূপ তাবে ধরি ছাজত জাবে মদন অধিকারী। দিন দস গেলে সখি সেহও পড়াএত সকল জগত পরচারী।। বিদ্যাপতি কহ জুবতি লাখ লহ পড়ল পয়োধর-তূলে। দিন […] keyboard_arrow_right
  • প্রথম একাদস দই পহু গেল
    প্রথম একাদস দই পহু গেল। সে হো রে বিতিত মোর কত দিন ভেল।। ঋতু অবতার বয়স মোর ভেল। তইও ন পহু মোর দরসন দেল।। অব ন ধরম সখি বাঁচত মোর। দিন মদন দুগুন সর জোর।। চান সুরুজ মোহি সহিও ন হোএ । চানন লাগ বিখম সব সোএ।। ভনহিঁ বিদ্যাপতি গুনবতি নারি। ধৈরজ ধৈরহু মিলত মুরারি।। keyboard_arrow_right
  • প্রথম পহর নিসি জাউ
    প্রথম পহর নিসি জাউ। নিঅ নিঅ মন্দির সুজন সমাউ।। তম মদিরা পিবি মন্দা। অবহি মাতি উগি জাএত চন্দা।। সুন্দরি চলু অভিসারে। রস সিংগার সঁসারক সারে।। ওতএ অছএ পিয়া আসে। অতএ বেঢ়ল গিম মনমথ পাসে।। সাহসে সাহিঅ অসাধে। তিলা এক কঠিন পহিল অপরাধে।। সে সামর তোঞে গোরী। বিজুরি বলাহক লাগতি চোরী।। হসি আলিঙ্গন দেসী। মন ভরি […] keyboard_arrow_right
  • প্রথম বয়স হম কি কহব সজনি
    প্রথম বয়স হম কি কহব সজনি পহু তজি গেলাহ বিদেস। কত হম ধৈরজ বাঁধব সজনি তনি বিনু সহব কলেস।। আওন অবধি বিতীত ভেল সজনি জলধর ছপল দিনেস। সিসির বসন্ত উসম ভেল সজনি পাওস লেল পরবেস।। চহুদিস ঝিঁ গুর ঝঙ্করু সজনি পিক সুন্দর করু গান। মনসিজ মারু মরম সর সজনি কতেক সুনব হম কান।। সেজ কুসুম […] keyboard_arrow_right
  • প্রথম সমাগম ভুখল অনঙ্গ
    প্রথম সমাগম ভুখল অনঙ্গ। ধনি বল জানি করব রতিরঙ্গ।। হঠ নহি করবে আইতি পাএ। বড়েও ভুখল নহি দুহু কর খাএ।। চেতন কাহ্ন তোঁহহি যদি আথি। কে নহি জান মহতে নত হাথি।। তুঅ গুন গন কহি কত অনুবোধি। পহিলহি সবহি আনল পরবোধি।। হঠ নহি করব রতি পরিপাটি। কোমল কামিনি বিঘটতি সাটি।। জাবে রভস সহ তাবে বিলাস। […] keyboard_arrow_right
  • প্রথমহি অলক তিলক লেব সাজি
    প্রথমহি অলক তিলক লেব সাজি। চৃঞ্চল লোচন কাজরে আঁজি।। জাএব বসনে আঁগ লেব গোএ। দূরহি রহব তেঁ অরথিত হোএ।। মোরি বোলব সখি রহব লজাএ। কুটিল নয়নে দেব মদন জগাএ।। ঝাঁপব কুচ দরসাওব কন্ত। দৃঢ় কএ বাঁধব নিবহুক অন্ত।। মান করএ কিছু দরসব ভাব। রস রাখব তেঁ পুনু পুনু আব।। হম কি সিখওবি অওর রস-রঙ্গ। অপনহি […] keyboard_arrow_right
  • প্রথমহি সিনেহ বঢ়াওল
    প্রথমহি সিনেহ বঢ়াওল জে বিধি উপজাএ। সে আবে হঠে বিঘটাওঁ দূসন কওন মোর পাএ।। এ সখি হরি সুমঝাওব কএ মোর পরথাব। তহ্নিকে বিরহে মরি জাএব তিরিবধ কওন আব।। জীবন থির নহি অথিকএ জৌবন তহু থোল। বচন আপন নিরবাহিঅ নহি করিঅএ ওল।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ