আর খেলে খেলা বাজিকর-বালা দেখায় পাণ্ডব বংশ। ধর্ম্ম যুধিষ্ঠির ভীম সহোদর অর্জ্জুন ধরিল অংশ।। নকুল আকৃতি ধরিলা মূরতি সহদেব রূপ প্রায়। দেখিতে রাজার চিত মন হরে নয়ানে দেখিল তায়।। তেজি আনরূপ ধরিল তখনি শিশুপাল রূপ হয়। সূর্য্যবংশ কুল ভগীরথ-গণ অজ আদি করি নয়।। নানা রাজকুল নানা অবতার দেখিলা অনেক খেলা। কহেন রাজন্ ”আর কিবা জান […]
keyboard_arrow_right