ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • বল গো সজনি আমায় কেমন
    বল গো সজনি আমায় কেমন গো সে গৌরমণি। জগত জনার মন নামে করে পাগলিনী।। একবার যদি দেখতাম তারে রাখতাম সে রূপ হৃদয়ে পুরে। রোগ শোক সব যেত দূরে শীতল হইত মহাপ্রাণী।। মন মোহিণীর মন-হরা দেখলি কোথা সেই যে গোরা। আমায় নিয়ে চল্‌ গো তোরা দেখে শীতল হই গো ধনি।। নদেবাসীর ভাগ্যে ছিল গৌর হেরে মুক্তি […] keyboard_arrow_right
  • বল গো সজনী আমায় কে ডাকে
    বল গো সজনী আমায় কে ডাকে, হৃদ্‌ মন্দিরে শব্দরোল নিশিদিন থাকে থাকে। পরম যতন করে, দিন যামিনী ডাকে মোরে, কুব্জারাণী মন্ত্র দিয়ে, দিন কাটিল ফাঁকে ফাঁকে। কংস বংশ চতুর্দিকে, দিবানিশি পারা থাকে, উত্তর দিতে বাঁশীর সুরে, বিঘ্ন ঘটায় বাঁকে হাঁকে। মোহ লোভে করে রোল, সেই ডাকে পড়িল গোল, গণ্ডগোলে দিন কাটিয়ে, কাজ কি হবে সন্ধ্যা […] keyboard_arrow_right
  • বল গো সজনী হেন কি শুনি কানে
    বল গো সজনী হেন কি শুনি কানে, মোহন স্বরে উদাস কৈল ঐ শ্রীবৃন্দাবনে। কে বাজায় কোথা বসে, চল সখী ছদ্মবেশে, গেলে পাব কোন দেশে, হারা হলেম মন প্রাণে। দু-করে ধরিয়ে বীণা, বাজায় কেবল তানা না-না, ভাবে কিছু না যায় জানা, খুঁজলে মিলে কুঞ্জবনে। আলিফ-লাম রা-র সনে, ঢোঁড় বাঁশী মন প্রাণে, টাইনে আন ধ্যানে ধ্যানে, পরশিবে […] keyboard_arrow_right
  • বল দেখি কি বুধি করিব
    বল দেখি, কি বুধি করিব। কানুর পিরীতি বড় পরমাদ, দৈবে মরিয়া যাব। ধু শাশুড়ী ননদী মোরে কুবচন বলে। কভু নাহি ঠেকে রাঙ্গা নয়ান হিলোলে।। নশীর মামুদ কহে চিতে নৈল কথা। যে ছিল করমে মোর নিখিল বিধাতা।। keyboard_arrow_right
  • বল রে বলাই, তোদের ধরন কেমন হাঁ রে
    বল রে বলাই, তোদের ধরন কেমন হাঁ রে। তোরা বলসি চিরকাল ঈশ্বর এই গোপাল, মানিস কৈ রে।। বলে যেয়ে বনফল পাও, এঁটো কর গোপালকে দেও। তোদের এ কেমন ধর্ম বলো সেই মর্ম আজ আমারে।। গোষ্ঠে গোপাল যে দুঃখ পায় কেঁদে কেঁদে বলে আমায়। তোরা ঈশ্বর বলিস যার স্কন্ধে চড়িস তার কোন্‌ বিচারে।। আমারে বুঝাও রে […] keyboard_arrow_right
  • বল স্বরূপ কোথায় আমার সাধের সারী
    বল স্বরূপ কোথায় আমার সাধের সারী। যার জন্যে হয়েছি রে দণ্ডাধারী।। কোথা সে নিকুঞ্জবন কোথা সে যমুনা। এমন কোথা সে গোপিনীগণ, আহা মরি।। রামানন্দের দরশনে পৃষ্ট ভাব উদয় মনে, যাই আমি কাহার সনে সেই পুরী।। আর কি সেই সঙ্গী পাব মনের সাধ পুরাবো, পরম আনন্দে রবো, ঐ রূপ হেরি।। গৌর চাঁদ ঐ দিন ব’লে আকুল […] keyboard_arrow_right
  • বলনা-সখি যাহার মনেতে যে
    বলনা-সখি যাহার মনেতে যে। কানুরে সঁপিয়াছি আপনার দে।। চাঁদ জিনিয়া মুখের বলনি। জড় জড় কৈল মোর হিয়ার পুতলি।। এমন পামর দেশে বৈসে কোন জনা। যা বিনে না রহে প্রাণ তারে করে মানা।। জ্ঞানদাস কহে বুঝিনু সকলি। জাতি কুল শীল দিনু কানুর পায়ে ডালি ।। keyboard_arrow_right
  • বলনী চাহনী দোলনী হেলনী গায়নী আপনী নাচে
    বলনী চাহনী দোলনী হেলনী গায়নী আপনী নাচে। রামাই সুন্দর পণ্ডিত পুরন্দর কাছে।। নাচে নিত্যানন্দ-আনন্দ সাগর পরম রসাল। গৌর সংকীর্ত্তন প্রকট অনুক্ষণ জগত .. । হাস গদগদ ভাস সুন্দর করুণাময় দিঠে চায়। বিপুল পুলকিত অঙ্গ পুলকিত কৃপাএ ভুবন ভাসায়।। ডাহিন ভুজ তুলি বোলএ হরি হরি জৈছন করিবর চলে। হেরি পশু পাখি আনন্দে আকুল জ্ঞানদাস বোলে।। keyboard_arrow_right
  • বলরাম রে আমার গোপাল ত আইল না রে
    বলরাম রে আমার গোপাল ত আইল না রে। ওরে দিন গিয়া রাত্রি হইল মায়ের প্রাণী ঝুরে।। অস্ত গেল দিনমণি রাখাল আইল ঘরে। ওরে কত কথা জাগে মার অন্তরে রে।। আর কি প্রাণে ধৈর্য মানে ফিরি ঘরে বারে। ওরে ধবলী কবলী আইল ফিরে রে।। মায়ের নিষেধ না শুনিয়া ধেনু চরাইবারে। ওরে গেল বাচা নীলমণি আইল না […] keyboard_arrow_right
  • বলরামের নিজ ধেনু বাছিয়া লইল
    বলরামের নিজ ধেনু বাছিয়া লইল। ছিদাম বোলেন তবে মুঞি যাইতে হৈল।। বসুদাম বলে ভাই শুন রে রাখাল। ধেনু রাখ এক ভাই ঘরে যাই চল।। শ্রীমতীর রাখাল ধায় যমুনার তীরে। সুবলের সহিতে কানু যায় ধীরে ধীরে।। শ্রীমতীর বলরাম ঘুরায় পাচনি। ঘন ঘন গগনে গরজে শিঙ্গা-ধ্বনি।। চণ্ডীদাস কহে তখন শুনহ কানাই। ঠেকিলে দারুণ বনে যেতে পাবে নাই।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ