ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • যে প্রেমে শ্যাম গৌর হয়েছে
    যে প্রেমে শ্যাম গৌর হয়েছে, সামান্য তার মর্ম জানা কি সাধ্য আছে। না জেনে সে প্রেমের অর্থ, আন্দাজী প্রেম ক’রছে কতো মরণ-ফাঁসী নিচ্ছে সে তো, পস্তাতে পাছে।। মারে মৎস্য না ছোঁয় পানি, হাওয়া ধরে বায় তরণী ওমনি জেনে প্রেম করণি, রসিকের কাছে।। গোসাঁই অনুসঙ্গী যারা এবে সে প্রেম জানবে তারা লালন ফকির পাগল পারা সে-প্রেম […] keyboard_arrow_right
  • যে যা ভাবে সে রূপ সে হয়
    যে যা ভাবে সে রূপ সে হয়। রাম রহিম করিম কালা এক আল্লা জগৎময়।। ‘কুল্লে সাইন মোহিত’ খোদা আপনা জবানে কয়ে এ কথা যার নাই রে বিচার, বুদ্ধি নাচার, পড়িয়ে সে গোল বাধায়।। আকার সাকার নয়, নরেকার এক জনা উদয়, নির্জন ঘরে রূপ নেহারে এক বিনে কি দেখা যায়।। একে নেহার দাও মন আমার ছাড়িয়ে […] keyboard_arrow_right
  • যে আনিল প্রেমরস করুণা প্রচুর
    যে আনিল প্রেমরস করুণা প্রচুর। হেন প্রভু কোথা গেলা আচার্য্য ঠাকুর।। কাঁহা মোর স্বরূপরূপ কাঁহা সনাতন । কাঁহা মোর রঘুনাথ পতিত পাবন।। কাঁহা মোর ভট্টযুগ কাঁহা কবিরাজ। এককালে কোথা গেলা গোরা নটরাজ। পাষাণে কুটিব মাথা অনলে পসিব। সে হেন গুণের নিধি কোথা গেলে পাব।। সে সব রসিক সঙ্গে না হৈল বিলাস। প্রার্থনা করএ সদা নরোত্তম […] keyboard_arrow_right
  • যে ক্লেশ পথে কেউ নাই সাথে
    যে ক্লেশ পথে কেউ নাই সাথে গিয়াছিলাম জলে। হেন বেলাতে বিনোদ কালা কদম্বের তলে।। আঁখি ঠার‍্যা ডাকে যদি গেলাম তার কাছে। কত কথা কৈল বন্ধু কৈতে নারি লাজে।। বন্ধুর সনে কথা আমি কৈছি হাস্যা হাস্যা। হেন বেলাতে ননদমাগী দেখিলেক আস্যা।। কেমন কর‍্যা ঘরকে যাব ডর লাগ্যাছে বড়। লোচন বলে আগো দিদি বুক করো গা দড়।। keyboard_arrow_right
  • যে জানে ব্রজগোপীর মহাভাব
    যে জানে ব্রজগোপীর মহাভাব, ও সে জেন্তে ম’রে কৃষ্ণপ্রেমের করিছে আলাপ।। অনুরাগের জোরে বিধির কলম নাহি সে মানে, বেদ-বেদান্ত দূরে রেখে করে প্রেমালাপ।। গোপীর সনে গোপী হ’য়ে, রিপু ইন্দ্রিয় আসন ক’রে, স্বরূপ নিষ্ঠা ক’রে ডোবে প্রেমেরই তরঙ্গে;কাম-কুম্ভীরে ধ’রে পঞ্চবাণে তারে সংহারে, রস-রতি দিবারাতি করে তৌল-মাপ।। বার তিথির বারুণীতে যোগেশ্বরীর মহাযোগে রসের ভিয়ানে, পাত্র অন্তরে লয়ে, […] keyboard_arrow_right
  • যে দিগে পসারি আঁখি দেখি শ্যাম রায়
    যে দিগে পসারি আঁখি দেখি শ্যাম রায়। কুলবতী বরত ধৈরজ দূরে যায়। কত না যতনে যদি মুদি দুটি আঁখি। নবীন ত্রিভঙ্গরূপ হিয়ামাঝে দেখি।। কি হইল অন্তরে সই কি হইল অন্তরে। আজি হইতে সখি মোর সাধ নাহি ঘরে।। নিরবধি শ্যামানাম জপিছে রসনা। এত দিনে অযতনে পূরিল বাসনা।। প্রাণের অধিক কানু জানিলুঁ নিশ্চয়। গোবিন্দদাসিয়া কয় দঢ়াইলে হয়। keyboard_arrow_right
  • যে দিন হইতে গোরা ছাড়িল নদীয়া
    যে দিন হইতে গোরা ছাড়িল নদীয়া। তবধরি আহার ছাড়িল বিষ্ণুপ্রিয়া।। দিবা নিশি পিয়ে গোরানাম সুধাখানি। কুভু শচীর অবশেষে রাখয়ে পরাণি।। বদন তুলিয়া কার মুখ নাহি দেখে। দুই এক সহচরী কভু কাছে থাকে।। হেন মতে নিবসয়ে প্রভুর ঘরণী। গৌরাঙ্গ বিরহে কান্দে দিবস রজনী।। প্রবোধ করয়ে কেহো কহি তার কথা। প্রেমদাস হৃদয়ে রহিয়া গেল বেথা।। keyboard_arrow_right
  • যে দেখেছি যমুনার তটে
    যে দেখেছি যমুনার তটে। সেই দেখি এই চিত্রপটে।। যার নাম কহিল বিশাখা। সেই এই পটে আছে লেখা।। যাহার মুরলী ধ্বনি শুনি। সেই বটে এ রসিকমণি।। ভাট মুখে যার গুণগাধা। দূতী মুখে শুনি যার কথা।। এই মোর হরিয়াছে প্রাণ। ইহা বিনে কেহ নহে আন।। এত কহি মূরছি পড়য়ে। সখীগণ ধরিয়া তোলয়ে।। পুন কহে পাইয়া চেতনা। কি […] keyboard_arrow_right
  • যে দেখেছে বন্ধুর রূপ সে ত আর ভুলবে না
    যে দেখেছে বন্ধুর রূপ সে ত আর ভুলবে না। সেরূপ দেখতে আছে, কইতে মানা; সে রূপের না মিলে তুলনা।। দর্পণে যে রূপ দেখেছে, তার মনের আঁধার ঘুচে গেছে; রূপে নয়ন দিয়ে আছে দূরে গেছে পারের ভাবনা।। সদায় থাকে রূপ-ধিয়ানে, দেবদেবী সে মানবে কেনে, মন দিয়েছে শ্রীচরণে, গুরু ভিন্ন অন্য রূপ মানে না।। তার সাধ্য-সাধন গোপীর […] keyboard_arrow_right
  • যে পথে নাগর শিরোমণি
    যে পথে নাগর শিরোমণি। সে পথে চলিলা সুবদনি।। নাগর সহচর মেলি। গোঠহি করু কত কেলি।। ধেনুচরণে দেই ছন্দ। দোহন করু অনুবন্ধ।। গোরসময় সব অঙ্গ। তমালহি মোতিম রঙ্গ।। মুটকি মুটকি ভরি ঢারি। সুবল সখা সহকারি।। দুর সঞে হেরল রাই। হেরি মাধব বলি হারি যাই।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ