বীরভূম জেলায় ইলামবাজার গ্রাম ৷ পূর্বে গ্রামে নীলকুঠী ছিল; কুঠিয়াল সাহেবদের মন-তারিখ-ওয়ালা কবরখানায় কয়েকজনের নাম পাওয়া যায় ৷ ইলামবাজারের গালার কারবার এমন লোপ পাইয়াছে ৷ এক সময় এখানকার গালার খেলনা, গালার পান, আম, আতা, কলা আদি জামাই ঠকাইবার জন্য খুবই সমাদর ছিল ৷ জামাতা শ্বশুরবাড়ি আসিয়াছেন সন্ধ্যায় ৷ জলযোগ করিয়া শ্যালিকা-ব্যূহমধ্যে বসিয়াছেন, একজন শ্যালিকা একখানি […]
keyboard_arrow_right