ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • সুন্দরি কাহে কহসি হেন বাণি
    সুন্দরি কাহে কহসি হেন বাণি। মোহে পরশবি অব নিজজন জানি।। সব ছোড়ি আয়লুঁ তোহারি লাগিয়া। পূরহ আশ অধরসুধা দিয়া।। এত কহি চুম্বয়ে চিবুক ধরিয়া। ঠমকি ঝাঁপয়ে মুখ পটাঞ্চল দিয়া।। করে ধরি গিরিধর আয়ল নিকুঞ্জে। রচিত কুসুমশেজ মধুকর গুঞ্জে।। বৈঠল দুহুঁ জন পূরল মন আশ। নিরখয়ে দুহুঁ রূপ জগন্নাথ দাস।। keyboard_arrow_right
  • সুন্দরি কৈছন আরতি তোর
    সুন্দরি কৈছন আরতি তোর। বিঘটিত ঘটিত সাজ নাহি জানল ভূলল মাধব মোর।। বিপরীত চীর পহিরি হরি সাজল দুহুঁ অঙ্গদ দুহুঁ কানে। সীঁথি বলয় করি হাথে সাজাওল কুণ্ডল মুদরিক ভানে।। কিঙ্কিণিজাল মাল করি পহিরল হার সাজাওল হাতে। চূড়ক সাজ করি চরণহি পহিরল মঞ্জির পহিরল মাথে।। পুরুব উত্তর নাহি দীগ দিগন্তর নব অনুরাগক লাগি। বল্লভদাস কহ চঢ়ল […] keyboard_arrow_right
  • সুন্দরি তুহুঁ বড়ি হৃদয় পাষাণ
    সুন্দরি তুহুঁ বড়ি হৃদয় পাষাণ। কানুক নবমি দশা হেরি সহচরি ধরই না পার পরাণ।। কত সে ক্ষীণ তনু কহই না পারিয়ে তেজত তাহে ঘন শ্বাসে। তেজত পরাণ ঐছে অনুমানিয়ে রহত তোহারি আশোয়াসে।। কি জানিয়ে কি খেণে নেহারল তুয়া রূপ তবধরি আকুল ভেলি। খেণে খেণে চমকি চমকি অব মুরুছয়ে হেরি রোয়ত সখা মেলি।। কোই যব তোহারি […] keyboard_arrow_right
  • সুন্দরি দুরে কর বিপরীত রোষ
    সুন্দরি দুরে কর বিপরীত রোষ। বনচর পাখি- বচন শুনি মানিনি না বিচারি গুণ কিয়ে দোষ।। যো যৈছে পাখিক পাঠ পঢ়ায়ত তৈছন কহতহিঁ ভাখি। কাহা সোই কাহা মুঞি কাহা বিলসন ভই এ তুয়া সহচরি সাখী।। তুহুঁ যব মোহে ছোড়ি সুখ ধরি হাম নাহি ছোড়ব তোয়। তুয়া পদনখমণি- হার হৃদয়ে ধরি দিশি দিশি ফীরব রোয়।। এত শুনি […] keyboard_arrow_right
  • সুন্দরি বুঝিলুঁ তোমার ভাব
    সুন্দরি বুঝিলুঁ তোমার ভাব। প্রেম-রতন- গোপতে পাইয়া ভাঁড়িলে কি হবে লাভ।। আন ছলে কহ আনের কথা বেকত পিরিতি-রঙ্গ। রসের বিলাসে অঙ্গ ঢল ঢল রঙ্গিতে প্রেম-তরঙ্গ।। ভাবের ভরে চলিতে না পারে বচন হইলা হারা। কানুর সনে নিকুঞ্জ-বনে রঙ্গেত হৈয়াছে ভোরা।। পুছিলে মনের মরম না কহ এবে ভেল বিপরীত। বলরাম কহে কি আর বলিবে ভাবেতে মজিল চীত।। keyboard_arrow_right
  • সুন্দরি শূতহ তুহুঁ ইহ শয়নে
    সুন্দরি শূতহ তুহুঁ ইহ শয়নে। হরি আয়ব বেরি কপট ঘুম করি মূদি রহবি দুহুঁ নয়নে।।ধ্রু।। নিকটে আই যব সো তোহে ডাকব কি করসি সুবদনি বলিয়া। হম সব বোলব রাই ঘুমায়ল আজি অনত যাহ চলিয়া।। তবহুঁ চতুর-বর শেজহি বৈঠব নিরখব তুয় তনু-শোভা। তবহি নিশসি তুহুঁ পসারবি পাদ-যুগ সোই করয়ে জনু সেবা।। সখি-গণ বোলে বিহসি মুখ ঝাঁপল […] keyboard_arrow_right
  • সুবল বলিছে হাসিয়া হাসিয়া
    সুবল বলিছে হাসিয়া হাসিয়া কানুর পানেতে চেয়ে। “চোরা ধেনু বনে রাখিতে নারিয়া বুলেছ অনেক ধেয়ে।। আমি সব জানি তোমার চরিত ইহারা বুঝিবে কে । অপার মহিমা লহনি গরিমা কেহ সে জানয়ে কে।। গোপতে পিরিতি কেহ না জানয়ে ব্রজ-শিশুগণ যত । এ কথা মরম তোমার গোচরে আনে কি জানিবে এত।।” এ কথা কহিয়া ব্রজ-শিশু লয়া গোধন […] keyboard_arrow_right
  • সুবল, সে ধনী কে কহ বটে
    “সুবল, সে ধনী কে কহ বটে। গোরোচনা গোরী নবীনা কিশোরী নাহিতে দেখিলু ঘাটে।। শুনহে পরাণ সুবল সাঙ্গাতি কো ধনী মাজিছে গা। যমুনার তীরে বসি তার নীরে পায়ের উপরে পা।। অঙ্গের বসন করেছে আসন এলায়ে দিয়াছে বেণী। উচ কুচমূলে হেম হার দোলে সুমেরু-শিখর জিনি।। সিনিয়া উঠিতে নিতম্ব তটীতে পড়েছে চিকুররাশি। কাঁদিয়ে আঁধারে কনক চাঁদার শরণ লইল […] keyboard_arrow_right
  • সুবলে কহেন কমল-লোচন
    সুবলে কহেন কমল-লোচন কহ কহ এক বোল। মধুপুর দূর যাইতে বলহ তেজি মায়া মোহ কোর।। সুবলের কাঁধে কর আরোপিয়া আলিঙ্গন রস আশে। বল বল ভাই মধু পানে চাই ঘুচাহ শোচনা ক্লেশে।। তোমার হিয়াতে সদয় হৃদয়ে তিলেক নহিয়ে ছাড়া। হাসির সম্মুখে বিদায় করহ তোহে মোহ প্রেম বাঢ়া।। আর এক কথা শুন হয়ে বেথা শুনহ সুবল ভাই। […] keyboard_arrow_right
  • সুবলে কহেন–কমল-লোচন
    সুবলে কহেন– “কমল-লোচন, কহ কহ এক বোল। মধুপুর দূর যাইতে বলহ তেজি মায়ামোহ -কোর।।” সুবলের কাঁধে কর আরোপিয়া আবিঙ্গন -রস আশে। “বল বল, ভাই, মুখপানে চাই ঘুচাহ শোচনা-ক্লেশে।। তোমার হিয়াতে সদয় হৃদয়ে তিলেক নহিয়ে ছাড়া। হাসিরস-মুখে বিদায় করহ তোহে মোহ-প্রেম বাঢ়া।। আর এক কথা শুন, হয় বেথা, শুনহ সুবল ভাই। নবীন কিশোরী ও বর-কামিনী বরজ-রমণী […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ