ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • … দোহে সে পুলক
    … … দোহে সে পুলক অতি সে আনন্দ পায়ে।। চলল সুন্দরী যেথা সহচরী সুবল যেখানে আছে। নবোঢ়া মিলন হইল তখন মিলি বিনোদিনী কাছে।। সুবল জানল সকল মরম চিত্তের আনন্দ বড়ি। চণ্ডীদাস তাথে আনন্দ অপার সুবল চরণে পড়ি ।। keyboard_arrow_right
  • … বেসি নাগর … ধরিয়া নারীর বেশ
    …..বেসি নাগর ধরিয়া নারীর বেশ। অতি অদভুত আনন্দ-মগন করত রসের লেশ।। বিনোদিনী রাধা রসের অগাধা আাছিলা গৃহের কাজে। হেনক সময়ে মিলল দুজনে একেলা মন্দির-মাঝে।। নিজের মন্দিরে লইয়া রামারে সুধাই সরস বাণী। — “কেন বা আইলা কহ না সুন্দরি, কি হেতু ইহার শুনি।।” রাধা কহে –“শুন নবীন নাগরি, কোথাহ বসতি তোর। কাহার রমনী কুলের কামিনী কিহেতু […] keyboard_arrow_right
  • …উপাসনার স্থান
    ……..উপাসনার স্থান। রাধানাম দুই বর্ণ কেবল আমার মর্ম্ম তুমি সে রূপসী অনুপাম।। তুমি নয়নের তারা তিলে কতবার হারা কেবল পরাণ সমতুল। দেখিলে জুড়ায় আঁখি নহে বা মরিয়া থাকি তুমি সে আমার হ( ) মূল।। তুমি সে ভজন মোর কে জানে মহিমা তোর এক মুকে কহিলে কি হয়। তোমার তুলনা তুমি রমণীর শিরোমণি দীন ক্ষীণ চণ্ডীদাস […] keyboard_arrow_right
  • …ছিল সখীর সহিত
    ………ছিল সখীর সহিত করিতে রসের রঙ্গ।। কেহো বা আছিল দুগ্ধ আবর্ত্তনে চুলাতে…….। তেজি আবর্ত্তন হইয়া বিমন ঐছন গেল সে চলি।। কেহো বা আছিল শিশু কোলে করি [মুখে]দিয়া তার স্তন। শিশু ফেলি ভূমে চলি গেল ভ্রমে বৃন্দাবন পানে মন।। কেহো বা আছিল রন্ধন করিতে অমতি চলিয়া গেল। কৃষ্ণমুখী হয়া মুরুলী শুনিয়া সব বিসরিত ভেল।। কেহো বা […] keyboard_arrow_right
  • …শেষ নিশি দ্বিতীয় প্রহরে
    …শেষ নিশি দ্বিতীয় প্রহরে দেখিল স্বপনে এই। দেখিতে দেখিতে ঘুম দূরে গেল কাতরে চলিল সেই।। তেজিল শয়ন কচালি নয়ন বৈঠল শেজের মাঝ। ননদীর ভয়ে বাহির না হই বুঝিল আপন কাজ।। সেই হতে মোর হিয়া জ্বর জ্বর পরাণ হইল সারা। বল বল দেখি কেমন উপায় করিমু কেমন ধারা।। মোর মন সেই এমত হইল যেমন বাউল প্রায়। […] keyboard_arrow_right
  • ‘বঁধু’ তুমি নিদারুণ নয়
    ‘বঁধু’ তুমি নিদারুণ নয়। তোমার কারণে এক পরমাদ নিশ্চয় করিয়া কয়।। মনেক বেদনা কহিতে কহিতে দ্বিগুণ উঠয়ে দুখ। যেমন দাড়িম্ব ফাটিয়া পড়য়ে তেমতি করিছে বুক।। যদি বা কখন কান্দি কোন ছলে শাশুড়ী ননদী তারা। বলে –‘শ্যাম লাগি কান্দে কলঙ্কিনী’– এমতি তাহার ধারা।। হেন করে মন শুনি কুবচন গরল ভখিয়া মরি। তার নাহি দায় শুন শ্যামরায় […] keyboard_arrow_right
  • ‘শ্যাম শ্যাম’-বলি সদা শ্যাম হেরি
    ‘শ্যাম শ্যাম’-বলি সদা শ্যাম হেরি সকল সঁপিল শ্যামে। শ্যাম পরিবাদ সকল গোকুল এ তনু সঁপিনু শ্যামে।। সব তেয়াগিনু শ্যামের কারণে সবাই করিল সারা। শ্যাম-কলঙ্কিণী শবদ উঠিল তাহার এমন ধারা।। সহিতে সহিতে যে সব কারণ শুনিতে পরাণ ফাটে। শঙ্খবণিকের করাত যেমন এদিক ওদিক কাটে।। শরণ যে লয়ে শীতল চরণে সে জন এমন দশা। সাধ ছিল মনে […] keyboard_arrow_right
  • ( আজু )কাননে হেরি হেরি রহু ধন্দে
    (আজু) কাননে হেরি হেরি রহু ধন্দে। মনমথরাজ লাজ ভয় তেজাওল রমণী পড়লি রতি ফান্দে।। যুগল কিশোর ওর নাহি আরতি চোরি রভস রসরঙ্গে। দোহু ভুজ বেলী মেলি তনু তনু ভরি ডুবল মদন তরঙ্গে।। চম্পকে নীল নলিনী কিয়ে পৈঠল নীলনলিনী কিয়ে চম্প। কিয়ে দামিনী ঘন একহি তনুমন সুখসাগরে দেই ঝম্প।। এ সুখ রাতি মাতি রহু মাধব সখীজন […] keyboard_arrow_right
  • * * * * সয়নে আছিলাম
    * * * * সয়নে আছিলাম পুরিআ মোনের সাদ। সপন ভাঙ্গিল জাগিআ বসিলাম না দেখিআ প্রাননাথ। * * খিলাম সপন রঙ্গ। নিবিল আনল দিগুন বারিল তাপিত হইল অঙ্গ।। তাপের তাপিনি জালায়ে জরিত করিআ রাখিল বিধি। সয়নে সপনে দেখিআ নয়নে হারাইলাম গুননিধি।। * * * * * * * * * চণ্ডিদাষে কহে সপন না কহ […] keyboard_arrow_right
  • *** আগল শ্রম অতিভরে
    “* * *আগল শ্রম অতিভরে বিকল হইল প্রাণ।। রাস-জাগরণে অলস সঘনে আঁখি ঢুলু ঢুলু করে। আর আমি মেনে চলিতে না পারি শুনহ নাগর রে।। তবে সে যাইতে পারি এ কাননে যদি কাঁধে করি লহ। তবে সে যাইতে পারি বনভিতে আগে এ কবুল কহ।।” হাসি কহে কিছু রসময় কান- “ইহার এমন রীত। রাধার যেমত দশা উপজল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ