শ্রীচৈতন্যপার্ষদ শ্রীল গদাধর পণ্ডিতের চিহ্নিত সেবক মঙ্গল ঠাকুর, কবি জ্ঞানদাসের কান্দরায় আসিয়া বাস করেন ৷ পণ্ডিতজীউর অনুমতি লইয়া মঙ্গল ঠাকুর মাত্র তিনজনকে দীক্ষা দান করিয়াছিলেন ৷ প্রথম, কাঁকড়া হুসমপুরের একজন চক্রবর্তী ব্রাহ্মণ ৷ দ্বিতীয়, নিকটবর্তী রাজুর গ্রামের নৃসিংহ মিত্র ৷ গুরুর কৃপালাভপূর্বক ‘মিত্র ঠাকুর’ নামে পরিচিত হইয়া তিনি বীরভূমে ময়নাডাল গ্রামে গিয়া বাস করেন ৷ […]
keyboard_arrow_right