• ৫০ শ্রীশ্যামানন্দ
    শ্রীবৃন্দবনের বনবীথি ৷ অতি প্রত্যূষেই প্রাতঃকৃত্য সমাপনপূর্বক যুবক বনপরিক্রমায় বাহির হইয়াছেন ৷ কিন্তু ব্রজে বনপথমধ্যে ও কি? মণিভূষিত সর্প কি কুণ্ডলী রচিয়া পড়িয়া আছে ৷ কুড়াইয়া লইয়া দেখিলেন একগাছি মণিময় নূপুর ৷ কিন্তু এত সুরভি কেন ? কোথা হইতে আসিতেছে ? সুবর্ণে সৌগন্ধ, রত্নে সৌরভ— এ তো অবিশ্বাস্য কথা ৷ যুবক নূপুর পাইয়া নত হইয়া […] keyboard_arrow_right
  • ৫১ কৃষ্ণদয়াল চন্দ
    কৃষ্ণদয়াল চন্দ — আবির্ভাব ১২০১ সাল, তিরোধান ১২৮৮ সাল ৷ মুর্শিদাবাদ জেলার সমৃদ্ধ জনপদ পাঁচথুপি ৷ বহু সাধু, ভক্ত, পণ্ডিত এবং ঐশ্বর্যশালী ব্যক্তি আপন আপন কীর্তি-গৌরবে রাঢ়ে এই জনপদকে সুপ্রতিষ্ঠিত করিয়া গিয়াছেন ৷ কৃষ্ণদয়াল চন্দ এই পাঁচথুপির অন্যতম অলঙ্কার ৷ জাতিতে সুবর্ণবণিক, পিতার নাম দীনবন্ধু চন্দ ৷ কৃষ্ণদয়াল সাধারণের নিকট চান্দজী নামে পরিচিত ছিলেন ৷ […] keyboard_arrow_right
  • ৫২ মনোহর চক্রবর্তী
    বীরভূম জেলায় ইলামবাজার গ্রাম ৷ পূর্বে গ্রামে নীলকুঠী ছিল; কুঠিয়াল সাহেবদের মন-তারিখ-ওয়ালা কবরখানায় কয়েকজনের নাম পাওয়া যায় ৷ ইলামবাজারের গালার কারবার এমন লোপ পাইয়াছে ৷ এক সময় এখানকার গালার খেলনা, গালার পান, আম, আতা, কলা আদি জামাই ঠকাইবার জন্য খুবই সমাদর ছিল ৷ জামাতা শ্বশুরবাড়ি আসিয়াছেন সন্ধ্যায় ৷ জলযোগ করিয়া শ্যালিকা-ব্যূহমধ্যে বসিয়াছেন, একজন শ্যালিকা একখানি […] keyboard_arrow_right
  • ৫৩ অদ্বৈত দাস (পণ্ডিত বাবাজী)
    জন্ম ১২৪৪ সাল ৷ নাম ব্রজকিশোর রক্ষিত, পিতার নাম ভীমকিশোর রক্ষিত ৷ জাতি বারেন্দ্র কায়স্থ ৷ জন্মস্থান পাবনা জেলার উল্লাপাড়া স্টেশনের নিকটস্থ একটি গ্রামে ৷ শৈশবেই পিতা-মাতার মৃত্যু হওয়ায় এক বৈমাত্রেয় ভ্রাতা তাঁহাকে প্রতিপালন করেন ৷ বাঙ্গালা ও পার্সী ভাষায় সামান্য শিক্ষালাভপূর্বক স্থানীয় এক জমিদার-বাড়ীতে চাকুরী লইয়াছিলেন ৷ সেই সময়ে পাবনা জেলাতেই তাঁহার বিবাহ হয়; […] keyboard_arrow_right
  • ৫৪ রসিক দাস
    মুর্শিদাবাদ জেলায় যজান গ্রাম ৷ এই গ্রামের চৈতন্য দাস শ্রীচৈতন্যমঙ্গল গান করিতেন ৷ পুত্র অনুরাগী দাস মৃদঙ্গবাদক ছিলেন ৷ পদ্মাপারে গান করিতে গিয়া মূল গায়কের সঙ্গে তাঁহার মতান্তর হওয়ায় তিনি গ্রামে ফিরিয়া কীর্তন শিক্ষা করেন ৷ অনুরাগী দাস কীর্তনে খুব নাম করিয়াছিলেন ৷ তিনি দক্ষিণখণ্ডে বিবাহ করেন ৷ পত্নীর নাম ক্ষুদুমণি দাসী ৷ এক পুত্র […] keyboard_arrow_right
  • ৫৫ অখিল দাস
    মুর্শিদাবাদ জেলায় ময়ূরাক্ষী নদীর উত্তরে রামনগর বিখ্যাত গ্রাম ৷ নিকটবর্তী গ্রাম স্যাওড়ার সহিত যুক্ত করিয়া অন্য রামনগর হইতে পৃথক্‌ রাখিবার জন্য লোকে বলে রামনগর-স্যাওড়া ৷ নিকটেই ঝেলেরা গ্রাম ৷ এই গ্রামের গন্ধবণিক জাতীয় বহুবল্লভ সাধু এক স্বর্ণকার কন্যার প্রেমে পড়িয়া ভেকাশ্রয় গ্রহণপূর্বক বৈষ্ণবধর্ম অবলম্বন করেন ৷ বহুবল্লভ সাধু বহুবল্লভ দাস-রূপে শ্রীধাম নবদ্বীপ হইতে ফিরিয়া বীরভূমের […] keyboard_arrow_right
  • ৫৬ শচীনন্দন দাস
    মুর্শিদাবাদ জেলায় ফতেসিংহ পরগণার মাণিক্যহার গ্রাম ৷ কীর্তনীয়া শচীনন্দন মাণিক্যহারের অধিবাসী ছিলেন ৷ এই গ্রাম প্রায় দুইশত বৎসর পূর্বে বীরভূমের অন্তভুর্ক্ত ছিল ৷ স্বনামধন্য মহারাজা নন্দকুমারের গুরুদেব সুবিখ্যাত পদকর্তা পদামৃতসমুদ্র গ্রন্থের সঙ্কলয়িতা শ্রীল রাধামোহন ঠাকুরের দ্বিতীয় কনিষ্ঠ ভ্রাতার নাম শ্রীভুবনমোহন ঠাকুর ৷ ভুবনমোহনের পুত্র কৃষ্ণরাও ঠাকুর গঙ্গাস্নানের সুবিধার জন্য মালিহাটী হইতে আসিয়া মাণিক্যহারে বাস করেন […] keyboard_arrow_right
  • ৫৭ গণেশ দাস
    নদীয়া জেলায় ধাওয়াপাড়া গ্রাম ৷ এই গ্রামের নয়নানন্দ দাসের পূর্বপুরুষ মুর্শিদাবাদের নবাব-দরবার হইতে মণ্ডল উপাধি প্রাপ্ত হন ৷ নয়নের (পুত্রের নাম আনন্দ) পৌত্র শালগ্রাম বাল্যে বড় দুর্দান্ত ছিলেন ৷ লোকের গাছে চড়িয়া ফল পাড়িয়া আনিতেন, পাখির ছানা ধরিতেন ৷ আবার মাঝে মাঝে গাছের ডালে বসিয়াই গলা ছাড়িয়া গান করিতেন ৷ একদিন এক সন্ন্যাসী দূর হইতে […] keyboard_arrow_right
  • ৫৮ অবধূত বন্দ্যোপাধ্যায়
    বীরভূম জেলার বোলপুরের প্রায় তিন ক্রোশ উত্তর-পূর্বে বরা গ্রাম ৷ এই বরাকে লোকে অপর বরা হইএত চিহ্নিত করিয়াছে বরা-ডোংরা নামে ৷ লক্ষ্মণ সেনের শক্তিপুর তাম্রশাসনে দামর-বরার উল্লেখ আছে কাহারো কাহারো মতে দুনো-বরাই দামর-বরা ৷ আমার সন্দেহ হয় ডোংরা-বরাই দামর-বরা ৷ এই গ্রামের রামলাল বন্দ্যোপাধ্যায় চৈতন্যমঙ্গলের অন্যতম শ্রেষ্ঠ গায়ক ছিলেন ৷ রামলালের পিতাও রামায়ণ, চৈতন্যমঙ্গল এবং […] keyboard_arrow_right
  • ৫৯ ফটিক চৌধুরী
    পিতা-মাতার দেওয়া নাম কৃষ্ণবন্ধু চৌধুরী ৷ শৈশবে মাতৃহীন হইলে পিসীমাতা তাঁহাকে রাজসাহী জেলার ব্যাঙ্গারী গ্রামে নিজের বাড়িতে লইয়া যান ৷ তিনিই ফটিক বলিয়া ডাকিতেন ৷ কৃষ্ণবন্ধু ফটিক নামেই পরিচিত ছিলেন ৷ কীর্তনীয়া ফটিক চৌধুরী বাঙ্গালার অন্যতম শ্রেষ্ঠ কীর্তনগায়ক ৷ পিতার নাম বিহারীলাল চৌধুরী ৷ জাতিতে মাহিষ্য ৷ নিবাস মুর্শিদাবাদ জেলার হাসানপুর, ডাকঘর দৌলতাবাদ ৷ জ্যেষ্ঠ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ