শ্রীবাস অঙ্গনে বিনোদ বন্ধানে নাচে নিত্যানন্দ রায়। মনুজ দৈবত পুরুষ যোষিত সবাই দেখিতে ধায়।। ভকতমণ্ডল গাওত মঙ্গল বাজে খোল করতাল। মাঝে উনমত নিতাই নাচত ভায়ার ভাবে মাতোয়াল।। হেম স্তম্ভ জিনি বাহু সুবলনি সিংহ জিনি কটিদেশ। চন্দ্রবদন কমলনয়ন মদনমোহন বেশ।। গরজে পুন পুন লম্ফ ঘনঘন মল্লবেশ ধরি নাচই। অরুণ লোচনে প্রেম বরিখনে অবনীমণ্ডল সিঞ্চই।। ধরণী মণ্ডলে […]
keyboard_arrow_right