• দেখ দেখ সুন্দর শচীনন্দনা
    দেখ দেখ সুন্দর শচীনন্দনা। আজানুলম্বিত বাহু সুবলনা।। ময়মত্ত হাতীভাতি গতি চলনা। কিয়ে মালতীমালা গোরাঅঙ্গে দোলনা।। শরদচাঁদ জিনি সুন্দরবয়না। প্রেম আনন্দবারি পূরিত নয়না।। সহচর লই সঙ্গে অনুখন খেলনা। নবদ্বীপ মাঝে গোরা হরি হরি বলনা।। অভয় চরণারবিন্দে মকরন্দ লোভনা। কহয়ে শঙ্কর ঘোষ অখিললোক তারণা।। keyboard_arrow_right
  • শ্রীবাস অঙ্গনে বিনোদ বন্ধানে
    শ্রীবাস অঙ্গনে বিনোদ বন্ধানে নাচে নিত্যানন্দ রায়। মনুজ দৈবত পুরুষ যোষিত সবাই দেখিতে ধায়।। ভকতমণ্ডল গাওত মঙ্গল বাজে খোল করতাল। মাঝে উনমত নিতাই নাচত ভায়ার ভাবে মাতোয়াল।। হেম স্তম্ভ জিনি বাহু সুবলনি সিংহ জিনি কটিদেশ। চন্দ্রবদন কমলনয়ন মদনমোহন বেশ।। গরজে পুন পুন লম্ফ ঘনঘন মল্লবেশ ধরি নাচই। অরুণ লোচনে প্রেম বরিখনে অবনীমণ্ডল সিঞ্চই।। ধরণী মণ্ডলে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ