• জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ
    জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ। মুরতি বসন্ত পিরীতি রস কন্দ।। বিকসিত তনুবন মুখ অরবিন্দ। ভাব কুসুম শোভা হাস মকরন্দ।। করুণা মলয়ানিল শীতল সুগন্ধ। জগত সুবাসিত প্রেম প্রবন্ধ।। নব পল্লব অনুরাগ অমন্দ। বিলসে কোকিল সহচর বৃন্দ।। এ ভুবন প্রকাশিত পদ নখ চন্দ। দর দরশন হীন দামোদর অন্ধ।। keyboard_arrow_right
  • রাই নয়ান মেলিয়া কেন চাহ না
    রাই নয়ান মেলিয়া কেন চাহ না। তুমি মোর রতন জীবন ধন যৌবন মদন দহন শর সহ না। তুয়াক রূপরাশি পরশ সরসীরুহ অধীন জনেরে কেন দেহ না। তুয়া মুখ চান্দ অধরে অমৃত যুত হাসি বিকসি কেন কহ না।। দূরহি হুতাশনে মদনে জনু ভজলি পরশ নহিলে তনু রহ না। লেহ মোর খত লিখি দমোদর রহু সাখি তুয়া […] keyboard_arrow_right
  • শুনি ধনি-শিরোমণি মাধব-লেহ
    শুনি ধনি-শিরোমণি মাধব-লেহ। ভূললি তনু মন ধন জন গেহ।। অপরূপ প্রেমকো রঙ্গে। পহিরি না পাবই আভরণ অঙ্গে।। উথলল মনমথ-সিন্ধু-হিলোল। ভরমে উঘাড়ত মরমকো বোল।। রস ভরে মন্থর চলই না পারি। নিন্দই যৌবন জঘনকো ভারি।। কত শত মনোরথ আগে আগুসার। দামোদর সঙ্গে রঙ্গে করু অভিসার।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ