• আসাঢ় মাসে নব মেঘ গরজএ
    আসাঢ় মাসে নব মেঘ গরজএ। মদন কদনে মোর নয়ন ঝুরএ।। পাখী জাতী নহোঁ বড়ায়ি ঊড়ী জাওঁ তথা। মোর প্রাণনাথ কাহাঞিঁ বসে যথা।। কেমনে বঞ্চিবোঁ রে বারিষা চারি মাস। এ ভর যৌবনে কাহ্ন করিলে নিরাস।।ধ্রু।। শ্রাবণ মাসে ঘন ঘন বরিষে। সেজাত সুতিঁআ একসরী নিন্দ না আইসে।। কত না সহিব রে কুসুমশর জালা। হেন কালে বড়ায়ি কাহ্ন […] keyboard_arrow_right
  • দেখিলোঁ প্রথম নিশী সপন সুন তোঁ বসী
    দেখিলোঁ প্রথম নিশী সপন সুন তোঁ বসী সব কথা কহিআরোঁ তোহ্মারে হে। বসিআঁ কদমতলে সে কৃষ্ণ করিল কোলে চুম্বিল বদন আহ্মারে হে।। এ মোর নিস্ফল জীবন এ বড়ায়ি ল। সে কৃষ্ণ আনিআঁ দেহ মোরে হে।।ধ্রু।। লেপিআঁ তনু চন্দনে বলিআঁ তবেঁ বচনে আড়বাঁশী বাএ মধুরে। চাহিল মোরে সুরতী না দিলোঁ মো আনুমতী দেখিলোঁ মো দুঅজ পহরে।। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ