দেখিলোঁ প্রথম নিশী সপন সুন তোঁ বসী সব কথা কহিআরোঁ তোহ্মারে হে। বসিআঁ কদমতলে সে কৃষ্ণ করিল কোলে চুম্বিল বদন আহ্মারে হে।। এ মোর নিস্ফল জীবন এ বড়ায়ি ল। সে কৃষ্ণ আনিআঁ দেহ মোরে হে।।ধ্রু।। লেপিআঁ তনু চন্দনে বলিআঁ তবেঁ বচনে আড়বাঁশী বাএ মধুরে। চাহিল মোরে সুরতী না দিলোঁ মো আনুমতী দেখিলোঁ মো দুঅজ পহরে।। […]
keyboard_arrow_right