• শুন শুন শুন গোবিন্দাই
    শুন শুন শুন গোবিন্দাই। দু-জনাতে মুরলী বাজাই।। তুমি বোল তুমি আমি এক। আজু তা বুঝিব পরতেক।। ইহ বলি মুরলী লইল। এক-রন্ধ্রে দোঁহে ফুঁক দিল।। রাই বাজায় বোলে শ্যাম শ্যাম। ও মোর গুণের প্রিয়-ধাম।। শ্যাম বাজায় বোলে রাধা রাধা। ও মোর গুণের প্রিয়া রাধা।। তাহা দেখি যত সখীগণ। ঘন করে ফুল-বরিষণ।। আনন্দে তাহার কাছে কাছে। মউরা […] keyboard_arrow_right
  • শুন শুন শুন সুজন কানাই
    শুন শুন শুন,সুজন কানাই,তুমি সে নুতন দানী। বিকি কিনির দান,গোরস জানিয়ে,বেশের দান নাহি শুনি।। সীথের সিন্দুর,নয়নে কাজর,রঙ্গন আলতা পায়। একি বিকির ধন,নারীর বেশন,তাহে কার কিবা দায়।। মণি অভরণ,সুরঙ্গ শাড়ী,কোন জন নাহি পরে। যদি দানের হেন গতি,তুমি ত গোকুলপতি,দান সাধিহ ঘরে ঘরে।। আমরা চলিতে,না জানি চাহিতে,সে কেনে তোমারে বাজে। গোবিন্দদাস কহে,কেমনে জানিবে,পরের মনের কাজে।। keyboard_arrow_right
  • শুন শুন সই কহি তোরে
    শুন শুন সই কহি তোরে। পীরিতি করিয়া কি হৈল মোরে।। পীরিতি-পাবক কে জানে এত। সদাই পুড়িছে সহিব কত।। পীরিতি দুরন্ত কে জানে ভাল। ভাবিতে পাঁজর হইল কাল।। অবিরত বহে নয়ানে নীর। নিলাজ পরাণে না বাঁধে থির।। দোসর ধাতা পীরিতি হইল। সেই বিধি্‌ মোরে এতেক কৈল।। চণ্ডীদাস কহে সে ভাল বিধি। এই অনুরাগে সকল সিধি।। keyboard_arrow_right
  • শুন শুন সই গৌরাঙ্গ চাঁদের কথা
    শুন শুন সই গৌরাঙ্গ চাঁদের কথা। না কহিলে মরি কহিলে খাঁকারি এ বড় মরমে ব্যথা।। সুরধুনীতীরে গৌরাঙ্গ সুন্দর সিনান করয়ে নিতি। কুলবধূগণ নিমগন মন ডুবিল সতীর মতি।। ঢল ঢল কাঁচা সোনার বরণ লাবণি জলেতে ভাসে। যুবতী উমতি আউদড় কেশে রহই পরশ আশে।। আধ কুন্তল লোটন পীঠে সোনার কুণ্ডল কানে। মুখ মনোহর বুক পরিসর কে না […] keyboard_arrow_right
  • শুন শুন সখি তোহারে কহিয়ে
    শুন শুন সখি তোহারে কহিয়ে আজুক রভস কেলি। পিয়ার সহিতে খেলিতে খেলিতে ভৈগেলুঁ একই মেলি।। আবির লইয়া নয়ানে দেওল করে কচালিয়ে আঁখি। হেনই সময়ে বয়ান চুম্বয়ে তারে কেহুঁ নাহি দেখি।। পিচকারি যেন বরখিয়ে ঘন অরুণ বরণ নীর। পুরুষ কি নারী চিনিতে না পারি ঐছন ভেল গভীর।। হেন বেলে পিয়া নিয়ড়ে আসিয়া হাসিয়া কয়ল কোর। এ […] keyboard_arrow_right
  • শুন শুন সহচরী চরিত অপার
    শুন শুন সহচরী চরিত অপার। যাকর বশ রস কেলি কলপতরু সবসুখ সাগর সার।।ধ্রু।। ফুলি রসাল রহিক পিক যৈছন মধুঋতু আনি দেখায়। যৈছন যামিনী চান্দকি চান্দনি তপত চকোরী পিবায়।। তৈছন সহচরী সবগুণে আগোরী হরিখ বরিখ বরিখায়। মাধব আনি মিলায়লি মাধবী হরিবল্লভ রস গায়।। keyboard_arrow_right
  • শুন শুন সুনয়নি আমার যে রীত
    শুন শুন সুনয়নি আমার যে রীত। কহিলে প্রতীতি নহে জগতে বিদিত।। তুমি না মানিবে তাহা আমি ভালে জানি। এতেক না কহ ধনি অসঙ্গত বাণী।। সঙ্গত হইলে ভাল শুনি পাই সুখ। অসঙ্গত হইলে পাইয়ে বড় দুখ।। মিছা কথায় বড় পাপ জানহ আপুনি। জানিয়া না মানে যেই সেই ত পাপিনি।। পরে পরিবাদ দিলে ধরমে সবে কেনে। তাহার […] keyboard_arrow_right
  • শুন শুন সুন্দর নাগর-রাজ
    শুন শুন সুন্দর নাগর-রাজ। সো ধনি বৈঠয়ে গুরুজন-মাঝ।। মুগধি গোঙারি কবহুঁ নাহি সঙ্গ। শুনইতে রোখব ঐছন রঙ্গ।। বিপরীত বাণি কহলি তুহু মোয়। কৈছনে ঐছন সঙ্গতি হোয়।। ইথে এক অনুভব আছয়ে তায়। বিহি যদি তাহে কছু করয়ে সহায়।। মাধবি-করু কুসুম অনুপাম। তাঁহা তুহুঁ যাই অব করহ বিশ্রাম হাম অব যাইয়ে রাইক ঠাম। গোবিন্দদাস কহত পরমাণ।। keyboard_arrow_right
  • শুন শুন সুন্দর শ্যাম
    শুন শুন সুন্দর শ্যাম। রাইক প্রেম পরিণাম।। তোহারি দরশ লাগি সোই। সখি-আগে পুন পুন রোই।। কহই দেখাও প্রাণনাথ। অবহুঁ মিলাও মঝু সাথ।। তোহারি অবশ নহ শ্যাম। সাধহ হামারি মনকাম।। ঐছন শুনইতে বাত। পরিজন-হৃদি শেল-ঘাত।। কহইতে আওলুঁ হাম। রাধামোহন-পহুঁ ঠাম।। keyboard_arrow_right
  • শুন শুন সুন্দরি
    শুন শুন সুন্দরি ! আর কত সাধসি মান। তোহারি অবধি করি নিশি দিশি ঝুরি ঝুরি কানু ভেল বহুত নিদান।। কি রসে ভুলাওলি ও নব নাগর নিরবধি তোহারি ধেয়ান। ‘রাধা’ নাম কহয়ে যদি পন্থিক শুনইতে আকুল কান।। যো হরি হরি করি তরয়ে ভবার্ণব গো সুত-পদ অভিলাষে। সো হরি সতত তুয়া পদ সেবই দারুণ মদন তরাসে।। পুরুখ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ