• শকতি ক্ষীণ অতি উঠই না পারই
    শকতি ক্ষীণ অতি উঠই না পারই কাতর সখী মুখে চাই। পরশি ললাট করহি মুখ ঝাঁপল তুয়া মুখ হৃদি অবগাই।। মাধব করুণা কি লব তোহে নাই। এক বেরি বিরহ বেয়াধি নিবারহ এ দুহুঁ পদ দরশাই।। রাইক পেখি ধরণী পর লুঠই কত কত সারঙ্গ নয়নি।। মধুপুর পথিক চরণ ধরি রোয়ত জীবইতে সংশয় জানি। এতদিনে নবমী দশা পরিপূরল […] keyboard_arrow_right
  • শঙ্খের শব্দ ঘন ঘন্টার কলিত
    শঙ্খের শব্দ ঘন ঘন্টার কলিত। শ্রীমধুমঙ্গল শুনি আইল আচম্বিত।। পৌর্ণমাসি প্রতি মধু কহে কর চালি। কনক পুতলি প্রায় দেখিয়ে সকলি।। একটি প্রতিমা যদি মধু বটু পায়। সদনে স্থাপন করি দৈন্য দশা চায়।। কৌতুক কথায় সভে হৈলা আনমন। আগু নিল ভক্ষ্য ভোজ্য যে সব প্রকরণ হাথ নাড়ি দম্ভ করি মদু বটু বলে। ভূদেবে ভুঞ্জাহ সব হইবে […] keyboard_arrow_right
  • শচী মাতার আজ্ঞা লঞা সকল ভকত ধাঞা
    শচী মাতার আজ্ঞা লঞা সকল ভকত ধাঞা চলিলেন নীলাচলপুরে। শ্রীনিবাস হরিদাস অদ্বৈত আচার্য্য পাশ মিলিয়া সকল সহচরে।। অদ্বৈত নিতাই সঙ্গে মিলিয়া কৌতুকরঙ্গে নীলাচল পথে চলি যায়। অতি উৎকণ্ঠিত মনে দেখিতে গৌরাঙ্গ চাঁদে অনুরাগে আকুল হিয়ায়।। পথে দেবালয়গণ করি কত দরশন উত্তরিলা আঠারনালাতে। সকল ভকত সাথে কীর্ত্তন করিয়া পথে যায় সভে গৌরাঙ্গ দেখিতে।। কীর্ত্তনের মহা রোল […] keyboard_arrow_right
  • শচীগর্ভসিন্ধু মাঝে গৌরাঙ্গরতন রাজে
    শচীগর্ভসিন্ধু মাঝে গৌরাঙ্গরতন রাজে প্রকট হইলা অবনীতে। হেরি সে রতন আভা জগত হইল লোভা পাপ তম লুকাল তুরিতে।। আয় দেখি গিয়া গোরাচাঁদে। এ চাঁদবদনের আগে গগনের চাঁদ কি লাগে চাঁদ হেরি চাঁদ লাজে কাঁদে।।ধ্রু।। পীয়িলে চাঁদের সুধা দূরে নাকি যায় ক্ষুধা তাই তারে বলে সুধাকর। এ চাঁদের নামে সুধা পানে যায় ভবক্ষুধা হয় জীব অজর […] keyboard_arrow_right
  • শচীর কোঁয়র গৌরাঙ্গ সুন্দর
    শচীর কোঁয়র গৌরাঙ্গ সুন্দর দেখিলুঁ আঁখির কোণে। অলখিতে চিত হরিয়া লইল অরুণ নয়নের বাণে।। সই সরমে কহিলুঁ তোরে। এতেক দিবসে নদীয়া নগরে নাগরী না রবে ঘরে।। রমণী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথা কয়। ভাবিয়া চিন্তিয়া মনে দঢ়াইলুঁ পরাণ রহিবার নয়।। কোন কুলবতী যুবতী ইহার বুঝয়ে রসবিলাস। তাহার চরণ হৃদয়ে ধরিয়া কহয়ে গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • শচীর আঙ্গিনা মাঝে ভুবনমোহন সাজে
    শচীর আঙ্গিনা মাঝে ভুবনমোহন সাজে গোরাচাঁদ দেয় হামাগুড়ি। মায়ের অঙ্গুলি ধরি ক্ষণে চলে গুড়ি গুড়ি আছাড় খাইয়া যায় পড়ি।। বাঘনখ গলে দোলে বুক ভাসি যায় লালে চাঁদমুখে হাসির বিজুলি। ধূলামাখা সর্ব্ব গায় সহিতে কি পারে মায় বুকের উপরে লয় তুলি।। কাঁদিয়া আকুল তাতে নামে গোরা কোল হৈতে পুন ভূমে দেয় গড়াগড়ি। হাসিয়া মুরারি বোলে এ […] keyboard_arrow_right
  • শচীর আঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়
    শচীর আঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়। হাসি হাসি ফিরি ফিরি মায়েরে লুকায়।। বয়নে বসন দিয়া বলে লুকাইনু। শচী বলে বিশ্বম্ভর আমি না দেখিনু।। মায়ের অঞ্চল ধরি চঞ্চল চরণে। নাচিয়া নাচিয়া যায় খঞ্জনগমনে।। বাসুদেব ঘোষ কয় অপরূপ শোভা। শিশুরূপ দেখি হয় জগমন লোভা।। keyboard_arrow_right
  • শচীর কোঙর গৌরাঙ্গ সুন্দর
    শচীর কোঙর গৌরাঙ্গ সুন্দর দেখিলুঁ আঁখির কোণে। অলখিতে চিত হরিয়া লইল অরুণ নয়ান বাণে।। সই মরম কহিলুঁ তোরে। এতেক দিবসে নদীয়া নগরে নাগরী না রবে ঘরে।।ধ্রু।। রমণী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথা কয়। ভাবিয়া চিন্তিয়া মনে দঢ়াইলুঁ পরাণ রহিবার নয়।। কোন পুণ্যবতী যুবতী ইহার রস বিলাস বুঝয়ে। তাহার চরণ হৃদয়ে ধরিয়া গোবিন্দদাসিয়া ঝুরয়ে।। keyboard_arrow_right
  • শচীর দুলাল মনোরঙ্গে
    শচীর দুলাল মনোরঙ্গে। খেলে সম বয় শিশু সঙ্গে।। মাঝে গোরা শিশু চারি পাশে। নাচে আর মৃদু মৃদু হাসে।। হাতে হাতে করে ধরাধরি। তালে তালে নাচে ঘুরি ঘুরি।। ক্ষণে ঘন দেয় করতালি। ক্ষণে কেহ কহে ভালি ভালি।। গোরা যবে বলে হরি হরি। শিশুগণ সঙ্গে বলে হরি।। ঘন ঘন হরিবোল শুনি। কাঁপে কলি পরমাদ গুণি।। মুরারি আনন্দে […] keyboard_arrow_right
  • শচীর নন্দন গোরা ও চাঁদবয়ানে
    শচীর নন্দন গোরা ও চাঁদবয়ানে। ধবলী শাঙলী বলি ডাকে ঘনে ঘনে।। বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়। শিঙ্গার শবদ করি বদন বাজায়।। নিতাই-চাঁদের মুখে শিঙ্গার নিসান। শুনিয়া ভকতগণ প্রেমে অগেয়ান।। ধাইল পণ্ডিত গৌরীদাস যার নাম। ভাইয়া রে ভাইয়া রে বলি ধায় অভিরাম।। দেখিয়া গৌরাঙ্গরূপ প্রেমার আবেশ। শিরে চূড়া শিখিপাখা নটবর-বেশ।। চরণে নূপুর সাজে সর্ব্বাঙ্গে চন্দন। বংশীবদন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ