শকতি ক্ষীণ অতি উঠই না পারই
কাতর সখী মুখে চাই।
পরশি ললাট করহি মুখ ঝাঁপল
তুয়া মুখ হৃদি অবগাই।।
মাধব করুণা কি লব তোহে নাই।
এক বেরি বিরহ বেয়াধি নিবারহ
এ দুহুঁ পদ দরশাই।।
রাইক পেখি ধরণী পর লুঠই
কত কত সারঙ্গ নয়নি।।
মধুপুর পথিক চরণ ধরি রোয়ত
জীবইতে সংশয় জানি।
এতদিনে নবমী দশা পরিপূরল
শাস বহই উধমন্দ।
মাধব ঘোষ কালিদহে পৈঠব
বুঝি ও বেয়াধিক অন্ত।।