নাচে পহুঁ কলধৌত গোরা। অবিরত পূর্ণকল মুখ বিধুমণ্ডল নিরবধি প্রেমরসে ভোরা।।ধ্রু।। অরুণ কমল না কি জিনি রাঙ্গা দুটী আঁখি ভ্রমরযুগল দুটিী তারা। সোনার ভূধরে যৈছে সুরনদী বহে তৈছে বুক বাহি পড়ে প্রেমধারা।। কেশরীর কটি জিনি তাহাতে কৌপীনখানি অরুণ বসন বহির্ব্বাস। গলায় দোনার মালা করিছে ভুবন আলা নাসা তিলকুসুম বিকাশ।। কনক মৃণালযুগ সুবলিত দুটী ভুজ করযুগ […]
keyboard_arrow_right