নিজ নিজ মন্দির যাইতে পুন পুন
দুহুঁ দোঁহা বদন নিহারি।
অন্তরে উয়ল প্রেম পয়োনিধি
নয়নে গলয়ে ঘন বারি।।
মাধব হামারি বিদায় পায়ে তোয়।
তোহারি প্রেম সঞে পুন চলি আওব
অব দরশন নাহি মোয়।।
কাতর নয়ান নেহারিতে দুহুঁ দোঁহা
উথলল প্রেম তরঙ্গ।
মুরছল রাই মুরছি পড়ু মাধব
কবে হবে তাকর সঙ্গ।।
ললিতা সুমুখ সুমুখী করি ফুকরত
রাইক কোরে আগোর।
সহচরি কানু কানু করি ফুকরত
ঢরকত লোচন লোর।।
কতি গেও অরুণ কিরণ ভয় দারুণ
কতি গেও লোকক ভীত।
মাধব ঘোষ অবহু নাহি সমুঝল
উদভট মুগধ চরিত।।