অবলা সে বিষ্ণুপ্রিয়া তুয়া গুণ সোঙারিয়া
মূরছি পড়ল ক্ষিতিতলে।
চৌদিকে সখীগণ ঘিরি করে রোদন
তূলা ধরি নাসার উপরে।
তুয়া বিরহানলে অন্তর জর জর
দেহ ছাড়া হইল পরাণি।
নদীয়ানিবাসী যত তারা ভেল মূরছিত
না দেখিয়া তুয়া মুখখানি।।
শচী বৃদ্ধা আধমরা দেহ তার প্রাণছাড়া
তার প্রতি নাহি তোর দয়া।
নদীয়ার সঙ্গিগণ কেমনে ধরিবে প্রাণ
কেমনে ছাড়িলা তার মায়া।।
যত সহচর তোর সবাই বিরহে ভোর
শ্বাস বহে দরশন আশে।
হে দেহে রসিকবর চল হে নদীয়াপুর
কহে দীন এ মাধব ঘোষে।।