তছু দুখে দুখী এক প্রিয়সখী
গৌরবিরহে ভোরা।
সহিতে নারিয়া চলিল ধাইয়া
যেমনি বাউরি পারা।।
নদীয়া নগরে সুরধুনীতীরে
যেখানে বসিতা পহুঁ।
তথায় যাইয়া গদগদ হৈয়া
কি কহরে লহু লহু।।
সে সব প্রলাপ বচন শুনিতে
পাষাণ মিলাঞা যায়।
গৌড় হইতে নীলাচল পুরে
যাইয়া দেখিতে পায়।।
আঁখি ঝর ঝর হিয়া গর গর
কহয়ে কাঁদিয়া কথা।
মাধব ঘোষের হিয়া বেয়াকুল
শুনিতে মরমে বেথা।।