(২৪শে অগ্রহায়ণ ১৩৪0 সাল, রবিবার প্রাতে ৬টা হইতে ৯।।0টা পর্য্যন্ত) শ্রীগুরু-প্রেমানন্দে নিতাই গৌরহরি বোল। ভজ, নিতাই গৌর রাধে শ্যাম। জপ, হরে কৃষ্ণ হরে রাম।। (১) একদিন,–‘‘নিধুবনে দুহুঁজনে, আ’মরি,–চৌদিকে সখীগণে, শুতিয়াছে রসের আলসে। চকিতে চন্দ্রমুখী, উঠিলেন স্বপ্ন দেখি রে, কাঁদি কাঁদি কহেন বঁধূ-পাশে।।’’ বলে,–‘‘উঠ উঠ প্রাণনাথ,’’ পরাণ-বঁধূ গা তোল হে বলে,–‘‘উঠ উঠ প্রাণনাথ আজ,–কি দেখিলাম অকস্মাৎ […]
keyboard_arrow_right