দূতি, না কহ শ্যামের কথা। কালা নাম দুটি আখর শুনিতে হৃদয়ে বাড়য়ে ব্যথা।। আমি না যাইব সে শ্যাম দেখিতে পরশ কিসের লাগি। শ্রবণে শুনিতে শ্যাম পরসঙ্গ অন্তরে উঠয়ে আগি।। কিসের কারণে তা সনে মিলন চলিয়া তুরিতে যাও। তাহার মরম জানিল এখন রহিল মাধবী ছাও।। তাহার কারণে সব তেয়াগিনু কুলে তিলাঞ্জলি দিয়া। তবু না পাইল সে […]
keyboard_arrow_right