জ্বালার উপর জ্বালা সই জ্বালার উপর জ্বালা। জলকে যাই পথ না পাই বসন টানে কালা।। সরম কর্যা ভরম কর্যা বসন দিলাম মাথে। সকল সখীর মাঝে কালা ধরে আমার হাতে।। রস করিতে জানে যদি তবে সে মনের সুখ। গোপত কথা বেকত করে এই সে বড় দুখ।। চলমল্যাকে চতুর বলি হেটমুড়্যাকে জপু। রস জানিলে রসিক বলি নৈলে […]
keyboard_arrow_right