• আরে মোর, আরে মোর গোরা দ্বিজমণি
    আরে মোর, আরে মোর গোরা দ্বিজমণি। রাধা রাধা বলি কাঁদে লোটায় ধরণী।। রাধানাম জপে গোরা পরম যতনে। কত সুরধুনী বহে অরুণ নয়নে।। ক্ষণে ক্ষণে গোরা অঙ্গ ভূমে গড়ি যায়। রাধা নাম বলি ক্ষণে ক্ষণে মূরছায়।। পুলকে পূরল তনু গদগদ বোল। বসু কহে গোরা কেনে এত উতরোল।। keyboard_arrow_right
  • এ কথা সুনিঞা সুক-সনাতন
    এ কথা সুনিঞা সুক-সনাতন জত দেবগণ তারা।— “গোলক-সম্পদ মুখে করি লয়া তিলেকে করিলে হারা।। কোথা না পাইব সে হেন সম্বদ,” বেথিত দেবতা জত। ফলের লাগিয়া বিরষ বদন নয়ন ঝুরিলা কত।। “কহ সুক পাখি কি কাজ করিলা সে ফল পেলিলে কতি। অনেক রতন খুজিলে পাইয়ে তাহে নহে কোন গতি।।” সুক কহে তাথে– “আমি কি করিব উড়িয়া […] keyboard_arrow_right
  • এক সুক পাখী অমিয়ার ফল
    এক সুক পাখী অমিয়ার ফল মুখেতে করিয়া উড়ে । সেই ফল গটা তিনখান হঞা সায়র জলেতে পড়ে ।। সেই সুক পাখি তটস্থ হইঞা বৈঠল সায়র পড়ে। সেখানে দেখল এ তিন সায়র অধিক নিস্বাষ ছাড়ে।। “এমন সুফল গোলোক হইতে আনল যতন করি। তিনখানি হঞা এ তিন সায়রে পড়ল কি হেতু জানি।।” পুন সুক পাখি উড়িয়া চলিল […] keyboard_arrow_right
  • কানন দেবতী বৃন্দা সখী তথি
    কানন দেবতী বৃন্দা সখী তথি রাইএর সরসীকূলে। বিচিত্র ঝুলনা করিল রচনা সুখদ বকুল মূলে।। ঝুলনা উপরি নাগর নাগরী আসিয়া বসিলা রঙ্গে। ঝুলায় ঝুলনা সকল ললনা ভাবে গদগদ অঙ্গে।। ঝুলনা ঝমকে রাধিকা চমকে তা দেখি মাধব ভোর। হাসিয়া হাসিয়া বাহু পসারিয়া ধনীরে করল কোর।। রসবতী লৈয়া কোরে আগোরিয়া ঝুলয়ে রসিক রায়। সহচরীগণ ঝুলায় দ্বিগুণ সুস্বরে পঞ্চম […] keyboard_arrow_right
  • গগনে অব ঘন মেহ দারুণ
    গগনে অব ঘন মেহ দারুণ সঘনে দামিনী ঝলকই। কুলিশ পাতন শবদ ঝনঝন পবন খরতর বলগই।। সজনি আজু দুরদিন ভেল। কান্ত হামারি নিতান্ত আগুসরি সঙ্কেত কুঞ্জহি গেল।।ধ্রু।। তরল জলধর বরিখে ঝর ঝর গরজে ঘন ঘন ঘোর। শ্যাম মোহনে একলি কৈছনে পন্থ হেরই মোর।। সোঙরি মঝু তনু অবশ ভেল জনু অথির থর থর কাঁপ। এ মঝু গুরুজন […] keyboard_arrow_right
  • চিতে উলসিত বড়ি লাজে কেহু নাহি চড়ি
    চিতে উলসিত বড়ি লাজে কেহু নাহি চড়ি কানাই নাখানি পাতি রহে। উছর দেখিয়া বেলি বড়াই পাড়িছে গালি রাধার সে গায়ে নাহি সহে।। বিনোদিনী পহিলে আপনে চাপে নায়। তলে তার বিছানা আনি কমলদলের শ্রেণী গুড়া ধরি বৈসে গিয়ে তায়।।ধ্রু।। পসরা বামেতে আনি ডাহিনে ঘুমটা টানি বসিল কানুরে করি পীঠ। ঝলমল করে গায় সোণার নূপুর পায় ঐছন […] keyboard_arrow_right
  • জয় জয় নন্দ-নন্দন চন্দ
    জয় জয় নন্দ-নন্দন চন্দ। অঙ্গ-দীপতি নিন্দি নীরদ নীল-নীরজ-কন্দ।।ধ্রু।। পীত-অম্বর কনক-ভূষণ মকর-কুণ্ডল-ধারি। বৃষ্ণি-দূষণ কংস-মারণ কারণ-মানস-চারি।। বল্লবীকুল হৃদয় আকুল- করণ-উদ্যমবন্ত। ততহিঁ কিঞ্চিত মসৃণ মানস নিজহুঁ মন্দিরে সন্ত।। চরণ পঙ্কজ ভকত-মানস- সরসি উদয় কারি। এ রাধামোহন- পাপ-বিমোচন এ ভণ-সাগর-তারি।। keyboard_arrow_right
  • ডাকিয়া তখন নিজ প্রজাগণ
    ডাকিয়া তখন নিজ প্রজাগণ আজ্ঞা দিল ব্রজরাজ। বস্ত্র অলঙ্কার নানা উপহার করহ গোষ্ঠের সাজ।। শুনি গোপী যত আনন্দিত-চিত যৌতুক থালীতে ভরি। নন্দের ভবনে দিলা দরশনে দিব্য বাস ভূষা পরি।। নন্দের গৃহিণী যশোদা রোহিণী অম্বা কিলিম্বাদি সঙ্গে। হরিদ্রা কুঙ্কুম গন্ধ উর্দ্ধত্তন দিলা রামকৃষ্ণঅঙ্গে।। সুবাসিত জলে ধান্য দূর্ব্বাদলে স্নান সমাপন করি। পরিয়া বসন মণি-আভরণ গোষ্ঠেতে চলিলা হরি।। […] keyboard_arrow_right
  • দেখ নটবর নাচে শচীর কোঙর হেঁ
    দেখ নটবর নাচে শচীর কোঙর হেঁ। হেমবর গোরাতনু প্রেমভরে ভোরা জনু মধুর হসন কণ জন মনোহর হেঁ।। অরুণ বরুণ ঘর নয়নহি নীর ঢর তরুণ করুণ মনু মোতি লব ঝর হেঁ। দেখি প্রিয় গদাধর বিপুল পুলক ভর ঐছে টেড়ে ভাঙধর কামধনু ডর হে।। হেরি ফেরি নিত্যানন্দ লাজে হেঁট মুখ চন্দ্র ইহ রস গন্ধ পাঁওঙে সুবল সুঘড় […] keyboard_arrow_right
  • দেখিয়া কুন্দলতা জটিলা উনমতা
    দেখিয়া কুন্দলতা জটিলা উনমতা পরম আনন্দে নাচয়ে। ধরিয়া করি কোরে তিতিল আঁখি-লোরে কুশল-বারতা পুছয়ে।। ও মোর বাছনি সত্যহি কাহিনী কহবি নিকটে মোহরি। তো হেন কুলবীত জগতে নাহি কতি হামারি বিশোয়াস তোহরি।। গোপ-পুর ভরি যতহুঁ সুন্দরী কাহুঁক না রহু লাজ। তো হেন পতিব্রতী না দেখোঁ যতি সতি ঘোষয়ে লখিমি সমাজ।। হরষি কুন্দলতা ভরসি কহে কথা কতহুঁ […] keyboard_arrow_right
  • 1
  • 3
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ