এক সুক পাখী অমিয়ার ফল
মুখেতে করিয়া উড়ে ।
সেই ফল গটা তিনখান হঞা
সায়র জলেতে পড়ে ।।
সেই সুক পাখি তটস্থ হইঞা
বৈঠল সায়র পড়ে।
সেখানে দেখল এ তিন সায়র
অধিক নিস্বাষ ছাড়ে।।
“এমন সুফল গোলোক হইতে
আনল যতন করি।
তিনখানি হঞা এ তিন সায়রে
পড়ল কি হেতু জানি।।”
পুন সুক পাখি উড়িয়া চলিল
জেখানে দেবের স্থান।
কহিতে লাগিল সুকবর পাখি
ফলের আখ্যান খান।।
“জে দিনে গোলকে সব দেবগণ
রচিলে ফলের কথা।
কল্পতরু-ফল- মাধুরি বুঝিতে
ঘুচাতে হৃদয়-বেথা।।
তোমরা কহিলে আমা পাঠাইলে
লইতে কলপ-ফলে।
উড়িয়া জাইতে সে ফল ভাঙ্গিয়া
পড়ল সায়র-জলে।।
তিনখানি হঞা এ তিন সায়রে
পড়ল না জান কতি।”
চণ্ডিদাস বলে- কহে, সুক পাখী
দেবের গোচরে তথি।।