• কুসুমিত মধুবন মধুকর মেলি
    কুসুমিত মধুবন মধুকর মেলি। পিককুল গাওত মনমথকেলি।। নিধুবনে মুগধল নাগরিকান। এককলেবর দুহুঁ একই পরাণ।।ধ্রু।। চান্দ চন্দন মন্দ মলয়জ বাতে। অতিরসে বাদর নহে পরভাতে।। রাধামাধব মধুর বিলাস। লহু অবলোকনে মৃদু মৃদু হাস।। রূপ কলাগুণ দুহুঁ সমতূল। প্রেম পরশরস আরতি অমূল।। নিবিড় আলিঙ্গন কয়ল অপার। চুম্বনে বদনে রচয়ে সিতকার।। পূরল মনোরথ বিগলিত স্বেদ। দুহুঁ তনু একই নহত […] keyboard_arrow_right
  • ঘরে হইতে শুনিয়াছি মুরলীর গান
    ঘরে হইতে শুনিয়াছি মুরলীর গান । আহীর রমণীকুলে দিলুঁ সমাধান।। হরিল সবার মন মুরলীর তানে। সতী কুলবতী হেন বধিলে পরাণে।। তোমার মুরলীরব শুনিয়া শ্রবণে। যুবতি তেজিয়া পতি প্রবেশে কাননে।। অপরূপ শুনিয়াছি মুরলীর নাদ। শিখিব বিনোদ বাঁশী করিয়াছি সাধ।। শিখাও পরাণ বন্ধু যতনে শিখিব। জানাইয়া দেহ ফুক্ মুরলীতে দিব।। অঙ্গুলি লোলায়ে বন্ধু দেহ হাতে হাত। বাজাইতে […] keyboard_arrow_right
  • চললি নিতম্বিনি যমুনা সিনানে
    চললি নিতম্বিনি যমুনা সিনানে। সঙ্গিনি রঙ্গিনি গজপতি ভানে।। তৈল হলদি কোই আমলকি নেল। সুবরণ ঘট লেই কোই চলি গেল।। জানি নাগরবর চলু ধীরে ধীরে। আগুসরি আওল কালিন্দিতীরে।। একলি কানু খেলই জল মাহি। সহচরি সনে ধনি মীলল তাহি।। আন জন কোই নাহি তব সাথ। নাগর হেরি ঢুলায়ত মাথ।। কাহুক জল দেই কাহুক পঙ্ক। কাহুক চুম্বই ধাই […] keyboard_arrow_right
  • তোর এঁঠো বড় মিঠ লাগে কানাই রে
    তোর এঁঠো বড় মিঠ লাগে কানাই রে। খাইতে বড় সুখ পাই তেঞি তোর এঁঠো খাই খেত্যে খেত্যে বেতে (মুখ) হৈতে দিতে হৈল ভাই রে।।ধ্রু।। ও রাঙ্গা অধর মাঝে না জানি কি মধু আছে আমরা তোর চান্দমুখের বালাই যাই রে। এই উপহার নেও খাইয়া আমাদিগে দেও এ দাস উদ্ধবে মোরা কিছু দিতে চাই রে।। keyboard_arrow_right
  • ধনি ধনি বনি অভিসারে
    ধনি ধনি বনি অভিসারে। সঙ্গিনি রঙ্গিনি প্রেম তরঙ্গিনি সাজলি শ্যাম বিহারে।। চলইতে চরণের সঙ্গে চলু মধুকর মকরন্দ পানকি লোভে। সৌরভে উনমত ধরণি চুম্বয়ে কত যাঁহা যাঁহা পদচিহ্ন শোভে।। কনকলতা জিনি জিনি সৌদামিনি বিধির অবধি রূপ সাজে। কিঙ্কিণি রনরনি বঙ্করাজ ধ্বনি চলইতে সুমধুর বাজে।। হংসরাজ জিনি গমন সুলাবণি অবলম্বন সখিকান্ধে। অনন্তদাসে ভণে মিললি নিকুঞ্জবনে পুরাইতে শ্যাম […] keyboard_arrow_right
  • পায়ে পড়ল হরি পায়ে পড়ল হরি
    পায়ে পড়ল হরি পায়ে পড়ল হরি পায়ে পড়ল হরি তোর। সব মিলি ঐছন বোলসি পুন পুন কোই না বুঝিলি দুখ মোর।। কাহে কহব দুখ মাই। পায়ে পড়ল বলি কিয়ে হাম তৈখনে অম্বরে ঊঠব যাই।।ধ্রু।। আন-রমণি-রতি চিহ্ন বেকত তনু সবহুঁ দেখলি পরতেখ। কহ দেখি মনহিঁ বিচারি সবহু মিলি কৈছন হোয়ত বিবেক।। নিতি নিতি তাকর পর-ঘর যাওন […] keyboard_arrow_right
  • মধুর বৃন্দাবনে নাচত কিশোরি কিশোর
    মধুর বৃন্দাবনে নাচত কিশোরি কিশোর। দুহুঁ অঙ্গ হেলাহেলি দুহুঁদোহাঁ মুখহেরি দুহুঁরসে দুহুঁ ভেল ভোর।।ধ্রু।। শিরে শিখণ্ড বেণি মত্ত মউর ফণি উরে লম্বিত বনমাল। চৌদিগে ব্রজবধূ পঞ্চম গাওত আনন্দে দেই করতাল।। দোলত কুণ্ডল নীলপীত অঞ্চল নূপুরকিঙ্কিণী বোল। ডম্ফ রবাব খমক সরমণ্ডল দশ দিশ প্রেম হিলোল।। চৌঁকি চলত ধনি উলসিত মেদিনী সুরকুল হেরিয়া বিভোর। কহ মাধব দাস […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ