ধনি ধনি বনি অভিসারে।
সঙ্গিনি রঙ্গিনি প্রেম তরঙ্গিনি
সাজলি শ্যাম বিহারে।।
চলইতে চরণের সঙ্গে চলু মধুকর
মকরন্দ পানকি লোভে।
সৌরভে উনমত ধরণি চুম্বয়ে কত
যাঁহা যাঁহা পদচিহ্ন শোভে।।
কনকলতা জিনি জিনি সৌদামিনি
বিধির অবধি রূপ সাজে।
কিঙ্কিণি রনরনি বঙ্করাজ ধ্বনি
চলইতে সুমধুর বাজে।।
হংসরাজ জিনি গমন সুলাবণি
অবলম্বন সখিকান্ধে।
অনন্তদাসে ভণে মিললি নিকুঞ্জবনে
পুরাইতে শ্যাম মন সাধে।।