কি পেখলুঁ বরজ- রাজকুলনন্দন রূপে হরল পরাণ। নিরমিয়া রসনিধি, আমারে না দিল বিধি প্রতি অঙ্গে লাখ নয়ান।। একে সে চিকণ তনু, কাঞ্চন আভরণ কিরণহিঁ ভুবন উজোর। দরশনে লোরে অগোরল লোচন না চিনিলুঁ কাল কি গোর।। সহজে দৃগঞ্চল অরুণ কঞ্জদল তাহে কত ফুল-শর সাজে। দিঠি মোর পরশিতে ও হাসি অলখিতে শেল রহল হৃদি মাঝে।। সরস কপোল […]
keyboard_arrow_right