কানুর লাগিয়া জাগি পোহাইলুঁ
এ ঘোর আন্ধার রাতি।
এত দিনে সই নিচয়ে জানিলুঁ
নিঠুর পুরুখ জাতি।।
মেঘ দুর দুর দাদুরীর রোল
ঝিঝাঁ ঝিনি ঝিনি বোলে।
ঘোর আন্ধিয়ারে বিজুরীর ছটা
হিয়ার পুতলি দোলে।।
যতনে সাজালুঁ ফুলের শেজ
গন্ধে মহু মহু করে।
অঙ্গ ছটফটি সহনে না যায়
দারুণ বিরহজ্বরে।।
মনের আগুনি মনে নিভাইতে
যেমন করয়ে প্রাণে।
কানুর এমন নিঠুর চরিত
এ দাস অনন্ত ভণে।।