কি হেরিলুঁ কদম্বতলাতে।
বিনি পরিচয়ে মোর পরাণ কেমন করে
জিতে কি পারিয়ে পাসরিতে ।।ধ্রু।।
কপালে চন্দনচাঁদ কামিনী মোহন ফান্দ
আন্ধারে করিয়া আছে আলা।।
মেঘের উপরে চাঁদ সদাই উদয় করে
নিশিদিশি শশী ষোল কলা।।
কিশোর বয়েস বেশ আর তাহে রসাবেশ
আর তাহে ভাতিয়া চাহনি।
হাসির হিলোলে মোর পরাণপুতলী দোলে
দিতে চাই যৌবন নিছনি।।
যে দেখয়ে একবার সে কি পাসরয়ে আর
শুধুই সুধার তনুখানি।
দাস অনন্ত বলে রূপ হেরি কে না ভুলে
জগতে নাহিক হেন প্রাণী।।