কাঁচা সে সোনার তনু ডগমগি অঙ্গ।
চাঁদবদনে হাসি অমিয়াতরঙ্গ।।
অবনিবিলম্বিত বনি বনমাল।
সৌরভে বেঢ়ল মধুকর-জাল।।
উভ ভুজদ্বয় পর খর শর-চাপ।
হেরইতে রিপুগণ থরহরি কাঁপ।।
দুর্ব্বাদলতুল কিবা নখবিধু সাজ।
মণিময় কঙ্কণ বলয় বিরাজ।
তদধহি দুহুঁ কর জলধরশ্যাম।
তহিঁ শোভে মোহন মুরলি অনুপাম।।
নখমণি বিধু জিনি তলহি সুরঙ্গ।
মণিআভরণ তাহে মুরছে অনঙ্গ।।
তদধহি করহি কমণ্ডলু দণ্ড।
যাহে কলিকল্‌মষ পাষণ্ড খণ্ড।।
গিম সঞে উরে মণি মোতি বিলোল।
শ্রীবৎসাঙ্কিত কৌস্তুভ দোল।।
মলয়জময় উর পরিসর পীন।
নাভি গভির কটি কেশরি-খীণ।।
বসন সুরঙ্গ চরণ পরিযন্ত।
পদনখ নীছনি দাস অনন্ত।।