কেমনে বিনোদ নাগর আসিয়া
নিকুঞ্জে মিলল তোয়।
অনেক দিবসে শুনিতে মানসে
সাধ লাগে বড় মোয়।।
তোহারি দুখেতে দুখিত এ হিয়া
যেমত জরিয়া গেল।।
সরস বচনে অমিয়া-সেচনে
তেমতি করহ ভাল।।
রাই তোহারি নিছনি লৈয়া মরি।
সো পহুঁরতনে মিললি যতনে
এ দুখসায়রে তরি।।ধ্রু।।
কি কথা কহিল কি রস রচিল
কহিয়া পূরাহ আশ।
অতি চিরকালে করহ শীতলে
কহয়ে অনন্তদাস।।