তোহারি সঙ্কেত নিকুঞ্জে বসিয়া
কত করু পরলাপ।
তুহিনপবনে বিরহবেদনে
সঘনে হৃদয় কাঁপ।।
পুরুব বাসক শয়ন সোঙরি
রচই বিবিধ শেজ।
সহচরীগণে করিয়া রোদনে
দূরেহি সবহু তেজ।।
কবহুঁ সুমুখী বিমুখ হইয়া
মানিনী সমান রহে।
যাহ যাহ কান না হেরি বয়ান
সতত এমতি কহে।।
কবহুঁ রোদন দশন বিথারি
খল খল করি হাসে।
দারুণ বিরহে ভৈ গেও বাউরি
কহই অনন্ত দাসে।।