• আনন্দিত হয়ে সবে পোরে শিঙ্গা বেণু
    আনন্দিত হয়ে সবে পোরে শিঙ্গা বেণু। পাতাল হইতে উঠে নব লক্ষ ধেনু।। চৌদিকে ধেনুর পাল হাম্বা হাম্বা করে। তা দেখিয়া আনন্দিত সবার অন্তরে।। ইন্দ্র আইল ঐরাবতে দেখয়ে নয়নে। হংসবাহনে ব্রহ্মা আনন্দিত মনে।। বৃষভবাহনে শিব বলে ভালি ভালি। মুখে বাদ্য করে নাচে দিয়া করতালি।। চণ্ডীদাসের মনে আন নাহি ভায়। দেখিয়া সবার রূপ নয়ন জুড়ায়।। keyboard_arrow_right
  • আমি কালার বিরহিনী জগতের মাঝে
    আমি কালার বিরহিনী জগতের মাঝে।। ধু বিরহিণী প্রেম-দুঃখ সহে যেই মতে, সে দুঃখের দোষ গুণ না জানে জগতে।। সংসারের সুখে ভোগ সব করি নাশ, কায় মনে পিরীতি সেবিতে মোর আশ। আপনা বিনাশ যদি ‘ভাব’কে না করে, প্রেম সিদ্ধি মন-বাঞ্ছা ফল নাহি ধরে।। আলি রাজা ভণে সার সেবি প্রেমানল, আপ্ত নাশ করি পায় প্রেম সিদ্ধি ফল।। keyboard_arrow_right
  • ইহার বিস্তার ভাগবতে আছে
    ইহার বিস্তার ভাগবতে আছে কহিয়ে একটি বাণী। যে যে অগোচর গোচর না হয় কি হেতু ইহার শুনি।। মধুর মধুর এক পথ আছে গন্ধ আমোদিত তায়। পদ্ম বিকসিত এ মহীমণ্ডল একহি একাদশ কায়।। তার রন্ধ্রে চৌদ্দ ব্রহ্মাণ্ড ভেদিয়া উঠিল কোন বা খানে। পুনঃ এক রন্ধ্রে কোটী কোটী মৃগ গতায়াত নাহি জানে।। এক রন্ধ্রে * * আর […] keyboard_arrow_right
  • এত বলি যত বালক-মণ্ডল
    এত বলি যত বালক-মণ্ডল শ্রীমুখ-পানেতে চেয়ে। কেহ কান্দে–‘ভাই ভাই ভাই’ –বলি পড়ে মুরছিত হয়ে।। ছল ছল বারি চতুর মুরারি উঠব রথের ‘পরে। হেন বেলে সব গোপিনী ধাওল পাইয়া নিশ্চয় সরে।। “কতি যাবে ছাড়ি, অখল রমণী মো সব সঙ্গেতে লহ। কিবা আর সাধ সব হল বাদ এই সে কারণে গেহ।। লেহ বাড়াইয়া নিদান করিলে স্ত্রীবধ-পাতকী সারা। […] keyboard_arrow_right
  • এত বলি যত বালকমণ্ডল
    এত বলি যত বালকমণ্ডল শ্রীমুখ পানেতে চেয়ে। কেহ কান্দে ভাই ভাই ভাই বলি পড়ে মুরছিত হয়ে।। ছল ছল বারি চতুর মুরারি উঠব রথের পরে। হেন বেলে সব গোপিনী ধাওল পাইয়া নিশ্চয় সরে(?)।। কতি যাবে ছাড়ি অখল রমণী মো সব সঙ্গেতে লহ। কিবা আর সাধ সব হল বাদ এই সে কারণে গেহ।। লেহ বাড়াইয়া নিদান করিলে […] keyboard_arrow_right
  • করপুট হইয়া গদ গদ ভাবে
    করপুট হইয়া গদ গদ ভাবে এ সব কহিলা যবে। হরষ বদন মদনমোহন কহিতে লাগিলা তবে।। তুমি সে পরম পবিত্র মানল কহেন গোলোকপতি। হাতে ধরি তবে উঠায়ল হরি করল পীরিতি রীতি।। কহেন অক্রূর বচন মধুর আজু শুভ দিন মোর। তোমার পরশে এত দিন মুই পবিত্র করল কোড়।। জন্ম শুভদিন হইল আমার পাইল পরম পদে। কি কহিব […] keyboard_arrow_right
  • করপুট হইয়া গদ্‌গদ ভাবে
    করপুট হইয়া গদ্‌গদ ভাবে এ সব কহিলা যবে। হরষ বদন মদনমোহন কহিতে লাগিল তবে।। “তুমি সে পরম পবিত্র মানল”– কহেন গোলকপতি। হাতে ধরি তবে উঠায়ল হরি করল পীরিতি-রীতি।। কহেন অক্রূর বচন মধুর– ”আজু শুভদিন মোর । তোমার পরশে এতদিন মুই পবিত্র করল কোড়।। জন্ম শুভ দিন হইল আমার পাইল পরম পদে। কি কহব আমি কহন […] keyboard_arrow_right
  • কহেন বচন এ যদুনন্দন
    কহেন বচন এ যদুনন্দন– “শুন হে সুবল ভাই। তোমাদের ঠাঁই আছিয়ে সদাই ইথে আন কথা নাই।। আমি গিয়া আসি কংসরাজ তুষি পুনঃ সে খেলিব খেলা। সরল হৃদয়ে বিদায় করহ পুন সে হইব মেলা।।” এ কথা শুনিয়া গদ্‌গদ হৈয়া কাঁদয়ে বালক যতে । ধূলায়ে ধূসর হয়ে কলেবর করাঘাত হানে মাথে।। “কি বোল, কি শুনি”– কহে সবে […] keyboard_arrow_right
  • কহেন বচন এ যুদুনন্দন
    কহেন বচন এ যুদুনন্দন শুন হে সুবল ভাই। তোমাদের ঠাঁই আছিয়ে সদাই ইথে আন কথা নাই।। আমি গিয়া আসি কংসরাজ তুষি পুনঃ সে খেলিব খেলা। সরল হৃদয়ে বিদায় করহ পুন সে হইব মেলা।। এ কথা শুনিয়া গদ গদ হৈয়া কাঁদয়ে বালক যতে। ধূলায়ে ধূসর হয়ে কলেবর করাঘাত হানে মাথে।। কি বোল কি শুনি কহে সবে […] keyboard_arrow_right
  • কাঁচুলির কড়ি দশ লাখ নিব
    “কাঁচুলির কড়ি দশ লাখ নিব হারের বিংশতি লক্ষ। যত দান চাই– মনে মনে রাই ভাবিয়া করহ ঐক্য।। নিতম্ব-মণ্ডলে শতলক্ষ নিব নূপুরে সহস্রপর। বচনের নিব অমূল্য রতন যাহার নাহিক ওর।। নীল বাস পর, শোভিত সুন্দর ইহা বা কিসের লেখা। দশ লাখ নিব, কে তোমা রাখিব, পেয়েছি তোমার দেখা।। কিঙ্কিনী নূপুর কোটি লাখ নিব যাহার উপমা নাই। […] keyboard_arrow_right
  • 1
  • 6
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ