আমি কালার বিরহিনী জগতের মাঝে।। ধু
বিরহিণী প্রেম-দুঃখ সহে যেই মতে, সে দুঃখের দোষ গুণ না জানে জগতে।।
সংসারের সুখে ভোগ সব করি নাশ, কায় মনে পিরীতি সেবিতে মোর আশ।
আপনা বিনাশ যদি ‘ভাব’কে না করে, প্রেম সিদ্ধি মন-বাঞ্ছা ফল নাহি ধরে।।
আলি রাজা ভণে সার সেবি প্রেমানল, আপ্ত নাশ করি পায় প্রেম সিদ্ধি ফল।।