• অখণ্ড মহিমা যার নাহিক তুলন
    অখণ্ড মহিমা যার নাহিক তুলন। যার নাম বেদশাস্ত্র অক্ষরে না ধরে। পরম বংশীর স্বনে সে নাম নিঃসরে।। সাহা কেয়ামদ্দিন গুরু বংশীনাদে বশ। আলি রাজা কহে বাঁশী অমূল্য পরশ।। keyboard_arrow_right
  • আজু কেন অন্ধকার বদন চান্দ
    আজু কেন অন্ধকার বদন চান্দ।। ধু জ্যোতিহীন দেখি মুখ, বিদরে দারুণ বুক, শিরেতে লাগিল বজ্রাঘাত। কোন দুঃখে মনে দাগ, দান দিমু যেই মাগ, হাসি বাঁশী ফুক হরিনাথ। যদি হরি মধু হাসে, কোটি জন্ম পাপ নাশে, বিরাহিনী বাঞ্ছা হয় পূর। পদ্মনাভ জগস্বামী, নধর যৌবনী আমি, সেইপদ নিছনি যাম্‌ দূর। গুরু কৃপা সিন্ধু জলে, হীন আলিরাজা বোলে, […] keyboard_arrow_right
  • আজুকা না পারি নারী ঘুমাইতে ঘর
    আজুকা না পারি নারী ঘুমাইতে ঘর, পন্থ হেরি বিরহিনী কান্দে ঝর ঝর।। ধু আচম্বিত প্রিয়-ভাব উঠিলেক মনে। যেমত লাগিল অগ্নি গহন কাননে।। অপার বিরহ যত করিল লাঘব। সে দুঃখ কহিতে কাছে নাহিক বান্ধব।। বিরহবেদনা দুঃখ আলিরাজা গাএ। প্রেম-যন্ত্র যার মনে সেইপতি পাএ।। keyboard_arrow_right
  • আমি কালার বিরহিনী জগতের মাঝে
    আমি কালার বিরহিনী জগতের মাঝে।। ধু বিরহিণী প্রেম-দুঃখ সহে যেই মতে, সে দুঃখের দোষ গুণ না জানে জগতে।। সংসারের সুখে ভোগ সব করি নাশ, কায় মনে পিরীতি সেবিতে মোর আশ। আপনা বিনাশ যদি ‘ভাব’কে না করে, প্রেম সিদ্ধি মন-বাঞ্ছা ফল নাহি ধরে।। আলি রাজা ভণে সার সেবি প্রেমানল, আপ্ত নাশ করি পায় প্রেম সিদ্ধি ফল।। keyboard_arrow_right
  • এ মোর করম দশা
    এ মোর করম দশা। স্বামীর চরণ, ভজিয়া না সেবিলুম, না পূরিল মোর আশা।। ধু জগতে জনমিলুম্‌, পাছে না চিন্তিলুম্‌, যৌবন হইল ক্ষীণ। মোর হত কর্ম, বৃথা গেল জন্ম, স্বামীপদে হৈনু ভিন।। ঘরে ছিল স্বামী, লাজেত বিভ্রমি, ডুবিনু অকর্ম রসে। এ রূপ যৌবন, সব অকারণ, অভাগিনী কর্ম দোষে।। গুরুর চরণে, আলি রাজা ভণে, অদ্যাপি না তেজ […] keyboard_arrow_right
  • এই মাগি শ্যাম পায় অবলা মনে
    এই মাগি শ্যাম পায় অবলা মনে। ধু। হেন সাধ করে মনে প্রিয় লাগ পাস্‌ , চক্ষুর পোতল আড়ে সে নিধি লুকাস্‌ ।। দেখি দেখি নয়ানের সাধ না পূরায়, শুনি কর্ণে মধুবাক্য শান্তি নাহি পায়। নয়ান অন্তরে রাখি দেখি নিরন্তর, হৃদের কমলরসে রাখিতে ভ্রমর।। আলি রাজা ভণে অই গীত নিশি দিন, শ্যাম পদে শ্রদ্ধা এই –যেন […] keyboard_arrow_right
  • ঐ সে উঠে মনে মোর স্বপনে
    ঐ সে উঠে মনে মোর স্বপনে, দেখিলুম চন্দ্র সূর নব ঘনে।। ধু ত্রিলোক মোহিনী রূপ দেখিনু যাহার, বসিল মনের চক্ষে তেজিনু সংসার। অপূর্ব দেখিনু যারে কমল ভ্রমরা, সততে উথলে মনে না যায় পাসরা।। আলি রাজা ভণে রূপ সর্ব সিদ্ধি মুনি, এ রূপ যৌবন মোর সে রূপ নিছনি।। keyboard_arrow_right
  • কমল চরণে ঠাঁই মাগম্‌ সততে
    কমল চরণে ঠাঁই মাগম্‌ সততে, তুয়া বিনু প্রাণেশ্বর নাহিক জগতে। ধু অবলা কুমারী আমি, সূক্ষ্ম তনু জগস্বামী, অই দুঃখ মরমে বিশেষ। কামিনী শরীর পীন, কামানলে রাত্রিদিন, তনু দহে পিয়া পর দেশ।। প্রাণনাথ বুলি ডাকি, নিত্য পন্থ হেরি থাকি, কতদিনে দরশন পাম্। স্বামীকে না দেখি পাশ, বিষপ্রায় গৃহবাস, পিয়ার উদ্দেশে শ্রদ্ধা যাম্‌।। পিরীতি রতন মূলে, হীন […] keyboard_arrow_right
  • করুণাদধি কালার বরণী শ্যামা কালী
    করুণাদধি কালার বরণী শ্যামা কালী ।। ধু। তুমি নারায়ণ হরি, তুমি হর ব্রহ্মা গৌরী, দেবের দেবতা তুয়া মূল। অষ্টলোকে পরিহার, রাতুল চরণে যার, শরণ মাগে সব দেব কুল।। তুমি গুরু মাতা পিতা, ত্রিলোক পরম দাতা, তারিণী করুণাসিন্ধু সার। জগত রুদ্রাণী তনু, শিব লীলা রাধা কানু সত্ত্ব রজঃ তমঃ শক্তি যার।। হীন আলি রাজা বোলে, শ্যামা […] keyboard_arrow_right
  • কানু বিনে রাধার না লয় আন চিত
    কানু বিনে রাধার না লয় আন চিত, জগতের কায় মনে যার যন্ত্র গীত। ধু প্রেম বিনু রাধাএ না জানে কোন কাম, অষ্ট অঙ্গে রাধার নিঃস্বরে শ্যাম নাম।। ভক্ষ্য নিদ্রা ত্যজি রাধা শ্যাম-প্রেমে বশ, সততে হরির সেবা অমূল্য পরশ। গুরুর চরণে হীন আলি রাজা ভণে, জন্মে জন্মে ভক্ত রাধা হরির চরণে।। keyboard_arrow_right
  • 1
  • 5
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ