আজুকা না পারি নারী ঘুমাইতে ঘর, পন্থ হেরি বিরহিনী কান্দে ঝর ঝর।। ধু
আচম্বিত প্রিয়-ভাব উঠিলেক মনে। যেমত লাগিল অগ্নি গহন কাননে।।
অপার বিরহ যত করিল লাঘব। সে দুঃখ কহিতে কাছে নাহিক বান্ধব।।
বিরহবেদনা দুঃখ আলিরাজা গাএ। প্রেম-যন্ত্র যার মনে সেইপতি পাএ।।