কমল চরণে ঠাঁই মাগম্‌ সততে, তুয়া বিনু প্রাণেশ্বর নাহিক জগতে। ধু
অবলা কুমারী আমি, সূক্ষ্ম তনু জগস্বামী, অই দুঃখ মরমে বিশেষ।
কামিনী শরীর পীন, কামানলে রাত্রিদিন, তনু দহে পিয়া পর দেশ।।
প্রাণনাথ বুলি ডাকি, নিত্য পন্থ হেরি থাকি, কতদিনে দরশন পাম্।
স্বামীকে না দেখি পাশ, বিষপ্রায় গৃহবাস, পিয়ার উদ্দেশে শ্রদ্ধা যাম্‌।।
পিরীতি রতন মূলে, হীন আলি রাজা বোলে, প্রাণসখা পদে ব্রত করি।
কেদার হেমন্ত ঘরে, বঞ্চে নিত্য প্রিয়েশ্বরে, বসন্ত হইল প্রাণ বৈরী।।