করপুট হইয়া গদ্‌গদ ভাবে
এ সব কহিলা যবে।
হরষ বদন মদনমোহন
কহিতে লাগিল তবে।।
“তুমি সে পরম পবিত্র মানল”–
কহেন গোলকপতি।
হাতে ধরি তবে উঠায়ল হরি
করল পীরিতি-রীতি।।
কহেন অক্রূর বচন মধুর–
”আজু শুভদিন মোর ।
তোমার পরশে এতদিন মুই
পবিত্র করল কোড়।।
জন্ম শুভ দিন হইল আমার
পাইল পরম পদে।
কি কহব আমি কহন না যায়
ও পদ পাইল সাধে।।”
করে ধরি হরি বসাইল বেরি
আনন্দ-রসের কথা।
নানা উপাচার বিবিধ বিধানে
পূজল সে নন্দ তথা।।
কহে নন্দ ঘোষ ঘোষণা সকল
ডাকিয়া আনিল গোপে।
“দধি দুগ্ধ ঘৃতে সাজাই শকটে
আরতি হইল ভূপে।।
শকট লইয়া ঘৃত দধি লয়া
সাজাহ তুরিত করি।
প্রভাত হইলে যাইব মথুরা
রাম হলধর ধরি।।”
চণ্ডীদাস বলে– “বিষম হইল
আকুল গোকুলবাসী।
সুখ গেল দূর দুখ অবশেষে
উঠল দুখের রাশি।।”