“কাঁচুলির কড়ি দশ লাখ নিব
হারের বিংশতি লক্ষ।
যত দান চাই– মনে মনে রাই
ভাবিয়া করহ ঐক্য।।
নিতম্ব-মণ্ডলে শতলক্ষ নিব
নূপুরে সহস্রপর।
বচনের নিব অমূল্য রতন
যাহার নাহিক ওর।।
নীল বাস পর, শোভিত সুন্দর
ইহা বা কিসের লেখা।
দশ লাখ নিব, কে তোমা রাখিব,
পেয়েছি তোমার দেখা।।
কিঙ্কিনী নূপুর কোটি লাখ নিব
যাহার উপমা নাই।
যত হয় লেখা নাহি যায় রাখা
লইব তোমার ঠাঁই।।”
এত শুনি রাধা কহে বাণী আধা
রসিক নাগর পাশে–
“এত কিবা সহে দানের বিচার”
কহে দ্বিজ চণ্ডীদাসে।।