• অরুণ উদয় কালে ব্রজশিশু আসি মিলে
    অরুণ উদয় কালে ব্রজশিশু আসি মিলে বিপিনে পয়ান প্রাণনাথ। এক দিঠি গুরুজনে আর দিঠি পথ পানে চাহিয়ে পরাণ করি হাত।। সজনি না জানি কি হয়ে প্রেম লাগি। দারুণ পিরীতি মোর পরবোধ নাহি মানে কত চিতে নিবারিব আগি।।ধ্রু।। একে কুলকামিনি তাহে নবযৌবনি আয় তাহে পরের অধীন। বিষম পিরীতিশরে রহিতে না পারি ঘরে ভাবিতে ভাবিতে তনু ক্ষীণ।। […] keyboard_arrow_right
  • জয় জয় গোকুল-চন্দ
    জয় জয় গোকুল-চন্দ। ব্রজ-নব-যুবতিক মানস-ফন্দ। নব-ঘন-রুচির বরণ-অনুবন্ধ।। সুখময় শীতল চন্দন অঙ্গ। নব নব ভাব-তরঙ্গিত রঙ্গ।। অভিনব-নাগরি জীবিত-বন্ধু। রাধামোহন-পহু-রূপক সিন্ধু।। keyboard_arrow_right
  • জয় জয় মহাপ্রভু জয় গৌরচন্দ্র
    জয় জয় মহাপ্রভু জয় গৌরচন্দ্র। জয় বিশ্বম্ভর জয় করুণার সিন্ধু।। জয় শচীসূত জয় পণ্ডিত নিমাঞি। জয় মিশ্র পুরন্দর জয় শচী আই।। জয় জয় নবদ্বীপ জয় সুরধুনী। জয় লক্ষ্মী বিষ্ণুপ্রিয়া প্রভুর গৃহিণী।। জয় জয় নবদ্বীপবাসী ভক্তগণ। জয় জয় নিত্যানন্দ অদ্বৈত-চরণ।। নিত্যানন্দপদদ্বন্দ্ব সদা করি আশ। নামসংকীর্ত্তন গাইল কৃষ্ণদাস।। keyboard_arrow_right
  • পীরিতি কি রীতি জানে রসবতী
    পীরিতি কি রীতি জানে রসবতী আর না জানয়ে কেহ । একথা শুনিয়া হাসিয়া হাসিয়া কহেন এ নহু নহু।। পীরিতি শত গুণ শত শত করি তার লাখ গুণ যেই । তার এক কণা গোপীগণ পায়ে আর না জানয়ে কোই।। তার লাখ গুণ শত শত হয়ে তবে সে যে জন রয়। মণি-ফণিগণ যত ভক্তগণ কণিকা পীরিতি হয়।। […] keyboard_arrow_right
  • রাধা বলে–মোরা জগাত না জানি
    রাধা বলে– “মোরা জগাত না জানি কতবার মোরা আসি। দান সাধে ঘাটে ঘাটিয়াল হইয়া কদম্ব-তলাতে বসি। গোকুলে বসতি ইথে কি জগাতি কংসের যোগানী মোরা। রাজার হুজুরে আরজি করিয়া ইহারে করিব তোরা।।” এই সব রচি দূর পথ হৈতে বুড়ীরে কহিছে যত। “গেলে তার পাশে দানী কিবা করে কহিব তাহার মত।।” “অরাজ করিতে কংস-রাজপাটে অবিচার যদি করে। […] keyboard_arrow_right
  • লহু লহু ছোড়ি গোরি তনু বৈঠলি
    লহু লহু ছোড়ি গোরি তনু বৈঠলি জাগল নাগর-রাজে। ও সুখ লাগি জাগি পুন নাগরি শূতলি ঘুম-বিয়াজে।। হরি হরি অব সুখ-যামিনি-শেষে। রতি-রসে ভোরি জোরি তনু শূতল বিগলিত-অম্বর-কেশে।। রতনক দীপ সমীপ আনি পহু করহি চিবুক ধরি থোর। রাই চন্দ্র-মুখ-মণ্ডল হেরইতে ঢর ঢর লোচন-লোর।। বিপুল-পুলক-কুল ঝাঁপল দুহুঁ-তনু দুহুঁ হেরি থরথর কাঁপ। বলরাম ঐছন কব দুহুঁ হেরব মেটব সব […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ