অরুণ উদয় কালে ব্রজশিশু আসি মিলে
বিপিনে পয়ান প্রাণনাথ।
এক দিঠি গুরুজনে আর দিঠি পথ পানে
চাহিয়ে পরাণ করি হাত।।
সজনি না জানি কি হয়ে প্রেম লাগি।
দারুণ পিরীতি মোর পরবোধ নাহি মানে
কত চিতে নিবারিব আগি।।ধ্রু।।
একে কুলকামিনি তাহে নবযৌবনি
আয় তাহে পরের অধীন।
বিষম পিরীতিশরে রহিতে না পারি ঘরে
ভাবিতে ভাবিতে তনু ক্ষীণ।।
নিশি দিশি অবিরত জাগিতে ঘুমাতে কত
প্রাণনাথ সোঙরি সদাই।
শুনি জ্ঞানদাস বলে আকুল নয়ান-জলে
তিল আধ থির নাহি পাই।।