অঞ্জনে রঞ্জল দিঠি অরবিন্দে। ভুলল মধুকর অতি মকরন্দে।। হেমমুকুরশোভা করয়ে ললাট। সিন্দূরে সুন্দর মনমথপাট।। সহজই সুন্দরী অতি রসভার। বিদগধ নায়র করয়ে সিঙ্গার।।ধ্রু।। ইন্দু কোটি জিনি চন্দনবিন্দু। রচইতে নায়র পড়ু রসসিন্ধু।। চিকুর বনায়ল কাল ভুজঙ্গ। হেরইতে পুলকে হরখে পহুঁ অঙ্গ।। চন্দনে পাণ্ডুর করু কুচকুম্ভ। দুধে সিনায়ল কাঞ্চন শম্ভু।। বেশ বনাইতে না পায় ওর। জ্ঞানদাস কহ নায়র […]
keyboard_arrow_right