লহু লহু ছোড়ি গোরি তনু বৈঠলি
জাগল নাগর-রাজে।
ও সুখ লাগি জাগি পুন নাগরি
শূতলি ঘুম-বিয়াজে।।
হরি হরি অব সুখ-যামিনি-শেষে।
রতি-রসে ভোরি জোরি তনু শূতল
বিগলিত-অম্বর-কেশে।।
রতনক দীপ সমীপ আনি পহু
করহি চিবুক ধরি থোর।
রাই চন্দ্র-মুখ-মণ্ডল হেরইতে
ঢর ঢর লোচন-লোর।।
বিপুল-পুলক-কুল ঝাঁপল দুহুঁ-তনু
দুহুঁ হেরি থরথর কাঁপ।
বলরাম ঐছন কব দুহুঁ হেরব
মেটব সব হিয়-তাপ।।