• অঙ্গে অঙ্গে মণি মুকুতা খেচনি
    অঙ্গে অঙ্গে মণি মুকুতা খেচনি বিজুরী চমকে তায়। ছি ছি কি অবলা সহজে চপলা মদন মুরছা পায়।। মরোঁ মরোঁ সই ও রূপ নিছিয়া লৈয়া। কি জানি কি খেণে কো বিহি গঢ়ল কি রূপ মাধুরী দিয়া।। ঢুলু ঢুলু দুটি নয়ন-নাচনি চাহনি মদন-বাণে। তেরছ বন্ধানে বিষম সন্ধানে মরমে মরমে হানে।। চন্দন-তিলক আধ ঝাঁপিয়া বিনোদ চূড়াটি বান্ধে। হিয়ার […] keyboard_arrow_right
  • অতি অগেয়ানী কুলের কামিনী
    অতি অগেয়ানী কুলের কামিনী সহজে আকুল-হিয়া। আঁখির ঠারে পাগল করিলে কি জানি কু মন্ত্র দিয়া।। শ্যাম বুঝিলুঁ তোমার ভাব। কুল-বৌহাড়ীরে ঘর ছাড়াইলে কি হবে তোমার লাভ।। কিসের রঙ্গে এত না ভঙ্গে অঙ্গ দোলাইয়া হাঁট। কথার ছলে ভিতরে পশিয়া পাঁজরে পাঁজরে কাট।। সদাই হাস লাজ না বাস না বুঝি তোমার কাজ। তব এই রীতে যত কুলবতীর […] keyboard_arrow_right
  • অধরহুঁ রোদন মদন-শর জরজর
    অধরহুঁ রোদন মদন-শর জরজর নখর-শকতি হিয়া ফোরি। কঙ্কণ-খরগহি তোড়ি সবহুঁ তনু সরবস লেয়লি মোরি।। শুন সহচরি হেরলু কিয়ে নঠ-চাঁদ রস-ঔখদ দেই মোহে সন্তায়বি পুন দেয়সি পরিবাদ।। পুন ভুজ-পাশে বান্ধি হিয়ে তাড়লি দুহু কুচ-পর্ব্বত-ঘাতে। রতি অতি দূবরি কয়ল কলেবর ইথে ঘুমলু পরভাতে।। মুরছলুঁ হেরি তবহুঁ নাহি ছোড়ল পুছহ মনমথ ঠাম। কর দেই রাই নাহ-মুখ ঝাঁপল হেরব […] keyboard_arrow_right
  • অনুখণ অরুণ নয়ন ঘন ঘূরত
    অনুখণ অরুণ নয়ন ঘন ঘূরত ঢরকত লোর বিথার। কিয়ে ঘন করুণ-বরুণালয় সঞ্চরু অমিয়া বরিখে অনিবার।। নাচত রে নিতাই বর-চাঁদ। সিঞ্চই প্রেম-সুধারস জগ-জনে অদভুত নটন-সুছান্দ।। পদ-তল-তাল-খলিত মণি-মঞ্জির চলতহি টলমল অঙ্গ। মেরু-শিখর কিয়ে তনু অনুপামরে ঝলমল ভাব-তরঙ্গ।। রোয়ত হসত চলত গতি-মন্থর হরি বলি মুরছি বিভোর। খেণে খেণে গৌর গৌর বলি ধায়ই আনন্দে গরজত ঘোর।। পামর পঙ্গু অধম […] keyboard_arrow_right
  • অনুপম মন অভিলাষ
    অনুপম মন অভিলাষ। সঙ্কেত-কুঞ্জহিঁ শেজ বিছায়ই কানু মিলব প্রতিআশ।। মৃগমদ চন্দন গন্ধ-সুলেপন বিকসিত-চম্পক-দাম। কর্পূর তাম্বুল সম্পুট ভরি রাখয়ে পূরব মনরথ কাম।। মঙ্গল-কলস পর দেই নব পল্লব রম্ভা শোভে তছু ঠাম। রতন-প্রদীপ সমীপহিঁ জারল চামর-বিজন অনুপাম।। কত উপহার কুঞ্জ মাহা করলহি কানু মিলব প্রতিআশ। ঘর বাহির কত আয়ত যায়ত কি কহব বলরাম দাস।। keyboard_arrow_right
  • অন্তরে জানিয়া নিজ অপরাধ
    অন্তরে জানিয়া নিজ অপরাধ। কর যোড়ে মাধব মাগে পরসাদ।। নয়নে গরয়ে লোর গদগদ বাণী। রাইক চরণে পসারল পাণি।। চরণ-যুগল ধরি করু পরিহার। রোই রোই বচন কহই না পার।। মানিনী ন হেরই নাহ-বয়ান। পদতলে লুঠই নাগর কান।। চরণ ঠেলি চলি যাওত রাই। বলরাম দাস কানু-মুখ চাই।। keyboard_arrow_right
  • অসিত-পক্ষের শশী যেন দিনে দেখি
    অসিত-পক্ষের শশী যেন দিনে দেখি। শ্রাবণের ধারা যেন ঝরে দুই আঁখি।। ধরণী শয়নে অঙ্গ ধূলায় ধূসর। উঠিতে বসিতে নারে কাঁপে কলেবর।। কোকিলের গান যেন কুলিশ সমান। জৈমিনি জৈমিনি বলি মুন্দে দু-নয়ান।। ফুকরি কান্দিতে তার নাহিক শকতি। তোমা বিনে জীবন-সংশয় রসবতী।। বলরাম বলে যদি দেখিবে রাধারে। অবিলম্বে আগুসার কর ব্রজ-পুরে।। keyboard_arrow_right
  • আঘণ মাস নাহ-হিয় দাহই
    আঘণ মাস নাহ-হিয় দাহই শুনইতে হিম-ঋতু নাম। অঙ্গন গহন দহন ভেল মন্দির সুন্দরি তুহুঁ ভেলি বাম।। কিয়ে নিশি বাসর গর গর অন্তর জর জর মরমক ঠাম। বিদগধ-রায় মুগধ-চিত অবিরত সোঙরিয়া তুয়া গুণ-নাম।। সুন্দরি কো কহ ও দুখ ওর। বিষম কুসুম-শর জরে ভেল দূবর বল্লব-রাজ-কিশোর।। keyboard_arrow_right
  • আজু কানাই হারিল দেখ বিনোদ খেলায়
    আজু কানাই হারিল দেখ বিনোদ খেলায়। সুবলে করিয়া কান্ধে বসন আঁটিয়া বান্ধে বংশীবটের তলে লইয়া যায়।। শ্রীদাম বলাই লৈয়া চলিতে না পারে ধাইয়া শ্রম-জল-ধারা বহে অঙ্গে। এখন খেলিব যবে হইব বলাইর দিগে আর না খেলিব কানাইর সঙ্গে।। কানাই না জিতে কভু জিতিলে হারয়ে তভু হারিলে জিতয়ে বলরাম। খেলিয়া বলাইর সঙ্গে চড়িব কানাইর কান্ধে নহে কান্ধে […] keyboard_arrow_right
  • আজু গোঠেরে সাজল দোন ভাই
    আজু গোঠেরে সাজল দোন ভাই। রাম কানাই গোঠে সাজে যোড় শিঙ্গা বেণু বাজে বরজে পড়িল ধাওয়া ধাই।। চৌদিকে ব্রজ-বধূ মঙ্গল গায়ত মুরছিত কতহুঁ নয়ান। আগে লাখে লাখে ধেনু গগনে উঠিছে রেণু দ্বিজগণে করে বেদ গান।। মুরহর হলধর ধরাধরি করে কর লীলায় দোলায় নিজ অঙ্গ। ঘনায়্যা ঘনায়্যা কাছে মউরা মউরী নাচে চান্দে মেঘে দেখি এক সঙ্গ।। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ