লহু লহু মুচুকি হাসি চলি আয়লি
পুন পুন হেরসি ফেরি।
জনু রতিপতি সঞে মিলল রঙ্গভূমে
ঐছন কয়ল পুছেরি।।
ধনি হে ! সমুঝল এ সব বাত।
এতদিনে তোহারি মনোরথ পূরল
ভেটলি কানুক সাথ।। ধ্রু।।
যব তোহে সখীগণ নিরজনে পুছল
তব তুহুঁ ছাপলি কাহে।
অব বিহি সো সব বেকত কয়লরে
কৈছনে গোপবি তাহে।।
চোরিক বচন কহত সব গুরুজন
সো সব পাওলু সাখি।
দশদিন দুরজন সুজনে একদিন
আজু পেখলু নিজ আঁখি।।
হাম সব নিজজন কহসি রাতি দিন
সো সব সমুঝলু কাজে।
জ্ঞানদাস কহ সখি ! তুহু বিরমহ
রাই পায়ল বহু লাজে।।