রাধা বলে– “মোরা জগাত না জানি
কতবার মোরা আসি।
দান সাধে ঘাটে ঘাটিয়াল হইয়া
কদম্ব-তলাতে বসি।
গোকুলে বসতি ইথে কি জগাতি
কংসের যোগানী মোরা।
রাজার হুজুরে আরজি করিয়া
ইহারে করিব তোরা।।”
এই সব রচি দূর পথ হৈতে
বুড়ীরে কহিছে যত।
“গেলে তার পাশে দানী কিবা করে
কহিব তাহার মত।।”
“অরাজ করিতে কংস-রাজপাটে
অবিচার যদি করে।
তবে যাব মোরা রাজার গোচরে
চণ্ডীদাস বলে তারে।।