রাধানাথ বড় অপরূপ লীলা।
কিশোর কিশোরী দুহুঁ এক মেলি
নবদ্বীপে প্রকটিলা।।ধ্রু।।
রাধানাথ বড় অপরূপ সে।
শ্রীচৈতন্য নামে দয়া দীন হীনে
তপত কাঞ্চন দে।।
রাধানাথ সঙ্গী অপরূপ তার।
নিতাই অদ্বৈত শ্রীবাসাদি যত
স্বরূপ রামানন্দ আর।।
রাধানাথ কি কহিব সব রঙ্গ।
সনাতন রূপ রঘুনাথ লোক-
নাথ ভট্টযুগ সঙ্গ।।
রাধানাথ এ সব ভকত মেলি।
যে কৈলা কীর্ত্তন আবেশে নর্ত্তন
প্রেমদাস কুতূহলী।
রাধানাথ বড় অভাগিয়া মুঞি।
সে কালে থাকিতু প্রেমদান পাইতু
কেনে না করিলা তুঞি।।
রাধানাথ বড়ই রহিল দুখ।
জনম হইল তখন নইল
দেখিতে না পাইলুঁ মুখ।।
গৌরসুন্দর দাসের ভরসা
উদ্ধার করিবে তুমি।।