রাধামাধব রতনহি মন্দিরে।
নিবসই সয়নক সুখে।
রসে রসে দারুন দন্দ উপজায়ল
কান্ত চলল তহি রোখে।।
নাগর-অঞ্চল করে ধরি নাগরি
হসি মিনতী করু আধা।
নাগর-হৃদয়ে পাঁচ-সর হানল
ঊরজ দরসি মনবাধা।।
দেখ সখি ঝুটক মান।
কারন কিছুও বুঝই নাহি পারিয়ে
তব কাহে রোখল কান।।
রোখ সমাপি পুন রহসি পসারল
তাহিঁ মধথ পঁচবান।
অবসর জানি মানবতি রাধা
কবি বিদ্যাপতি ভান।।