চৈতন্য পূর্ববর্তী যুগের অন্যতম শ্রেষ্ঠ বৈষ্ণব গীতিকার মিথিলার কবি বিদ্যাপতি। তবে বিদ্যাপতির খ্যাতি মূলত ‘কবি’ হিসেবে হলেও শুধু এই কবি পরিচয়টুকু দিলে তাঁর সম্পর্কে প্রায় কিছুই বলা হয় না। নিজের সময় কালের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত মানুষ ছিলেন বিদ্যাপতি। নানা বিষয়ে তাঁর অসামান্য পাণ্ডিত্যের পরিচয় পাওয়া যায় তাঁর রচিত গ্রন্থগুলি থেকে। কবির সুদীর্ঘ জীবন ও নানা অভিজ্ঞতা, বহু বিচিত্র ঘটনার মধ্য...
বিশদ...