রাধা বড় অভিমানী শুনিতে নারে তোমার বাণী
ঢুঁড়ি আইলাম দেখি তার রঙ্গ।
তাহার বচন শুনি বুঝিলাম অনুমানি
না হবে না হবে তোমা সঙ্গ।।
শুনিয়া সুবলের কথা মরমে পাইয়া বেথা
কান্দে কানু করিয়া করুণা।
হেদে রে সুবল ভাই আমি প্রাণে জীব নাই
রাই মোরে করিল বঞ্চনা।।
শ্রীমতীর কথা শুনি ভূমে পড়ে নীলমণি
করের বংশী লোটায় ধরণী।
কানুরে কাতর দেখি হাসে ধনী চন্দ্র-মুখী
প্রকাশিল যেন সৌদামিনী।।
ছাড়িয়া রাখাল বেশ প্রকাশিলা নিজ কেশ
করে ধরি তুলি শ্যাম-রায়।
দেখিয়া রাধার মুখ আনন্দে ভরিল বুক
জয়চন্দ্র দাসে গুণ গায়।।